কলকাতা:  আগামী ১৪ সেপ্টেম্বর কলকাতায় ফের মেট্রো পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা।  ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চালানো হতে পারে। শুক্রবার মেট্রো চালানো নিয়ে রাজ্যের সঙ্গে মেট্রো কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের বৈঠকে ঠিক হয়,  ১৪ অথবা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে পারে মেট্রো পরিষেবা। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, নিট পরীক্ষার্থীদের কথা ভেবে যেন ১৩ তারিখ থেকেই মেট্রো চালানো হয়। সেই বিষয়ে আলোচনা হয় আজকের বৈঠকে।


শুক্রবারের বৈঠকে ঠিক হয়, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রো রেল।  সেই সঙ্গে জানানো হয়েছে যাত্রীসুরক্ষার কথা ভেবে প্রতি মেট্রো স্টেশনে বসানো হবে স্যানিটাইজেশন চ্যানেল।

আরও পড়ুন:

মেট্রো যাত্রী? জেনে নিন কী পরিবর্তন আসতে চলেছে? কবে থেকে, কতক্ষণ, কোন সময় মিলবে পরিষেবা?


 

তবে মেট্রো চড়তে গেলে শুধু স্মার্ট কার্ড থাকলেই হবে না, লাগবে কিউ আর কোড।  বিশেষ প্রযুক্তিতে সেই কোড পাবেন যাত্রীরা । বিশেষ প্রযুক্তি ব্যবহার করে, পুলিশের সাহায্য নিয়ে মেট্রোর ভিড় সামাল দেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।  মেট্রো সূত্রে খবর, ৪ লক্ষ যাত্রীর স্মার্ট কার্ড রয়েছে। অথচ করোনা সতর্কতা মেনে দিনে ৪৫ হাজারের বেশি যাত্রী পরিবহণ সম্ভব নয়।  ফলে বাড়িতে যাত্রীর ভিড়কে কীভাবে সামলানো যায় তা নিয়েই আজ রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মেট্রো কর্তারা।  সেই বৈঠকেই প্রযুক্তি ব্যবহার করে ভিড় সামলানোর বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

এছাড়াও বলা হয়েছে -----

  • কিউ আর কোড পেতে আবেদন ৪-৬ ঘণ্টা আগে

  • মেট্রোয় উঠতে প্রতি একঘণ্টার জন্য টাইম স্লট নির্দিষ্ট

  • একঘণ্টার জন্য তৈরি করা হচ্ছে ই-পাস

  • ই-পাস কাটা যাবে মেট্রোর ওয়েবসাইট থেকে

  • রাজ্য পরিবহণ দফতরের পথদিশা অ্যাপ থেকেও কাটা যাবে

  • ই-পাসের জন্য নতুন অ্যাপ হতে পারে রাজ্য-মেট্রো সহায়তায়

  • ই-পাস করানোর পর পাওয়া যেতে পারে নতুন স্মার্ট কার্ড

  • ১৪ সেপ্টেম্বর কলকাতায় চালু হতে পারে মেট্রো

  • ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো

  • পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো চালানো হতে পারে

  • ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনই চালু হচ্ছে না