সপ্তমী, অষ্টমী, নবমী দুপুর একটা থেকে ভোর চারটে পর্যন্ত মেট্রো
Web Desk, ABP Ananda | 04 Oct 2019 07:04 PM (IST)
দশমীর দিন অবশ্য দুপুর একটা থেকে মেট্রো চলাচল শুরু হলেও, শেষ ট্রেন পাওয়া যাবে রাত দশটায়।
ফাইল চিত্র
কলকাতা: আজ ষষ্ঠীর দিন রাত ১১.১০ পর্যন্ত মেট্রো রেল চললেও, কাল সপ্তমী থেকে বদলে যাচ্ছে সময়। সপ্তমী, অষ্টমী ও নবমী দুপুর একটা থেকে চালু হবে মেট্রো রেল চলাচল। এই তিনদিন মেট্রো চলবে ভার চারটে পর্যন্ত। মেট্রো রেলের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। মেট্রো রেলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সপ্তমী, অষ্টমী ও নবমীতে ১২২টি করে আপ ও ডাউন ট্রেন চলবে। এর মধ্যে ৫০টি আপ ট্রেন দমদম থেকে নোয়াপাড়া পর্যন্ত যাবে এবং ৪৯টি ডাউন ট্রেন নোয়াপাড়া থেকে দমদম পর্যন্ত আসবে। দশমীর দিন অবশ্য দুপুর একটা থেকে মেট্রো চলাচল শুরু হলেও, শেষ ট্রেন পাওয়া যাবে রাত দশটায়।