রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: সোমবার রাজ্য সরকারের দমকল বিভাগের ডিজির কাছ থেকে ফের বিদ্যুৎ সংযোগের অনুমতি পাওয়া গেছে। তারপর মঙ্গলবারই খুলে গেল অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) ভেতরে থাকা অফিস। আগুন লাগার ১০ দিন পরে ফের খুলল এর দরজা।


উচ্ছ্বাস প্রকাশ করে এপ্রসঙ্গে অ্যাক্রোপলিস মলের সিনিয়র ম্যানেজার (অপারেশন) কৃষ্ণা ঝা বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের দমকল বিভাগের ডিজি অ্যাক্রোপলিস মলে বিদ্যুৎ সংযোগ ফের চালু করার অনুমতি দিয়েছেন। এতে অত্যন্ত খুশি হয়েছি আমরা। এখনও পর্যন্ত বেসমেন্ট এবং ৬ তলা থেকে ২১ তলা পর্যন্ত ব্যবসার জন্য নির্দিষ্ট থাকা এলাকায় বিদ্যুৎ ফের চালুর বিষয়ে অনুমতি মিলেছে। ওই জায়গাগুলিতে অগ্নি নির্বাপক সরঞ্জাম লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং অফিসগুলিতে কাজ শুরু করে দেওয়ার কথা বলা হয়েছে। বিদ্যুৎ ও দমকল দফতরের ছাড়পত্র পাওয়া গেছে একতলা থেকে পাঁচতলা পর্যন্ত থাকা মলের কাজ শুরুর জন্যও। তবে এক্ষেত্রে বাদ রাখা হয়েছে যে জায়গাগুলি আগুনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি। ওই এলাকাগুলি সারানোর কাজ শেষ হলে দমকল বিভাগের তরফে পরীক্ষা করতে আসবে। তারপরই ওই এলাকাগুলিতে কাজ চালু করার অনুমতি দেওয়া হবে।"


আরও পড়ুন: Krishna Chakraborty: পুর-পরিষেবা নিয়ে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর, 'ব্যর্থতা' স্বীকার বিধাননগরের মেয়র কৃষ্ণার, বললেন..


তিনি আরও বলেন, "আমরা সবাই অ্যাক্রোপলিস মলে থাকা অফিস ব্লকে ফের কাজ শুরুর জন্য মুখিয়ে রয়েছি। লিফটগুলি পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম লাগানোর পাশাপাশি ৪ লক্ষ বর্গফুট এলাকাজুড়ে থাকা সম্পূর্ণ ব্লকটি পরিষ্কারের কাজ শেষ হয়েছে। বর্তমানে এয়ার হ্যান্ডেলিং ইউনিট ও সাধারণ এলাকাগুলিতে পরিষ্কারের কাজ চলছে। আমরা সমস্ত সংস্থাগুলিকে সোমবার বিকেল পাঁচটার পরে মলে এসে তাদের জায়গা পরিষ্কার করতে বলেছি। সেই সঙ্গে তাদের বিদ্যুতের ব্যবস্থা পরীক্ষা করতে বলা হয়েছে। তারপরও আমরা তাদের বিদ্যুৎ সরবরাহ করব। তাদের আগুন শনাক্তকরণের ব্যবস্থাও পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। সেগুলি ঠিক থাকলেই আমরা সংস্থাগুলিকে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার মেশিন সরবরাহ করে দেড় ঘণ্টার জন্য ব্যবহার করতে দেব।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Weather Update: দার্জিলিং ও কালিম্পঙে লাল সতর্কতা জারি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায়