কলকাতা: সাত দিনের লড়াই শেষ! করোনার সঙ্গে যুদ্ধে পরাজিত কোভিড-যোদ্ধা! এই প্রথম করেনা-আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের।


নাম, উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বেকবাগানের বাসিন্দা। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পদে কর্মরত ছিলেন সেন্ট্রাল ডিভিশনে। পরিবার সূত্রে খবর, কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। করোনার উপসর্গ দেখা দিলে লালারসের নমুনা পরীক্ষা করা হয়।


রিপোর্ট পজিটিভ আসার পর ১৫ তারিখ বাইপাসের ধারে ডিসান হাসপাতালে ভর্তি করা হয়। এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ মারা যান তিনি।  হাসপাতাল সূত্রে খবর, ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যা ছিল অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের। চিৎপুর, পার্ক স্ট্রিট, বেহালা-সহ বিভিন্ন থানার ওসির দায়িত্বও এক সময় সামলেছেন উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়।



করোনা মোকাবিলায় ছিলেন সামনের সারিতে। কলকাতা পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত তাদের ১ হাজার ৭৯৫ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৯ জন।


এখনও পর্যন্ত করোনায় কলকাতা পুলিশের ৯জন কর্মীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ১ জন, ১ জন ইন্সপেক্টর এবং একজন অ্যাসিস্টান্ট সাব ইন্সপেক্টর। এছাড়া মারা গিয়েছেন - ৩ জন কনস্টেবল, ২ জন ট্রাফিক কন্সটেবল ও ১ জন সিভিক ভলান্টিয়ার।