কলকাতা: লেকটাউনে বন্ধ মিনি জয়া সিনেমা হলে বিধ্বংসী আগুনে এক মহিলা সহ অগ্নিদগ্ধ ২ জন। দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 


রান্না করার সময় আগুন লাগে বলে অনুমান, জানালেন দমকলমন্ত্রী। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। রাতভর এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। 


শুক্রবার রাত ৯টা ২০ নাগাদ আগুন লাগে লেকটাউনের মিনি জয়া সিনেমা হলের চারতলায়। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ৩ ও ৪ তলায়।


আগুনের শিখা ও ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। মিনি জয়া থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের জয়া সিনেমা হলে। 


ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। আশেপাশের বাড়ি থেকে জল ঢালার কাজ করা হয়। 


খবর পেয়েই ছুটে আসে দমকলের ১৫টি ইঞ্জিন। আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। চারপাশ ঘুরে দেখেন তিনি। তিনি জানান, 'সম্ভবত ওপরে রান্নার কাজ চলছিল। সেখান থেকেই আগুন লেগেছে।' 


কিন্তু আগুন নেভানোর কাজে বাধা হয়ে দাঁড়ায় কয়েকটি বড় গাছ। সেই গাছের ডাল কেটে শুরু হয় আগুনের সঙ্গে লড়াই। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হল এলাকা।


অগ্নিকাণ্ডে আহত হয়েছেন এক মহিলা ও তাঁর স্বামী। সূত্রের খবর, তাঁরা সিনেমা হলের চারতলায় রান্না করছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আড়াই ঘণ্টা পর রাত সাড়ে এগারো নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। 


সিনেমা হলের ইলেক্ট্রিশিয়ান জানিয়েছেন, ওপরে একজন নিরাপত্তারক্ষী এবং তাঁর স্ত্রী থাকতেন। তাঁরা আহত হয়েছেন।


পাশাপাশি এও জানা গিয়েছে, কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে সিনেমা হল। গতবছর লকডাউন পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল প্রেক্ষাগৃহ। ফলে মার খাচ্ছে সিনেমা হলের ব্যবসা।


মিনি জয়া সিনেমা হলের কর্মীদের দাবি, কার্যত লকডাউন পরিস্থিতিতে তাঁরা অর্ধেক বেতন পাচ্ছেন। এবার সিনেমা হল পুড়ে যাওয়ায় তাঁদের ভবিষ্যৎ কী হবে তা ভেবেই ঘুম উড়েছে হল কর্মীদের।