কলকাতা: কলকাতা পুরভোটের (Kolkata Municipality Vote) আগে পুলিশের (Kolkata Police) জালে লখনউ (Lucknow) এটিএএসের তালিকায় থাকা মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি (Banglades)। অনুপ্রেবেশের অভিযোগে আটক আরও ২০ জন বাংলাদেশের নাগরিক। উদ্ধার বিপুল পরিমাণ জাল নথি। ঘটনায় জঙ্গি-যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুরভোটের (Municipality Vote) ঠিক এক সপ্তাহ আগে খাস কলকাতায় (Kolkata) গ্রেফতার এক মোস্ট ওয়ান্টেড বাংলাদেশি (Banglades People)। অনুপ্রবেশের অভিযোগে আটক আরও ২০ জন বাংলাদেশের নাগরিক (Bangladesh People)। বাজেয়াপ্ত জাল ভোটার কার্ড, আধার কার্ড-সহ প্রচুর নথি। ঘটনায় রয়েছে কি জঙ্গি-যোগ? খতিয়ে দেখছে পুলিশ।
রবিবারের দুপুরে আনন্দপুর থানার অন্তর্গত গুলশন কলোনির এই বহুতল থেকে ধরা হয় বাংলাদেশিদের। গুলসন কলোনির এই বহুতলের একতলায় থাকত বাংলাদেশিরা, বৈধ কাগজ নেই, প্রতিবেশীরা বলছেন মাস দেড়েক আসেন এরা।
পুলিশ সূত্রে খবর, সম্প্রতি লখনউ (Lucknow) ATS লালবাজারের (Laalbazar) গুন্ডাদমন শাখাকে জানায়, মানুষ পাচারে অভিযুক্ত মাফুজুর রহমান নামে এক বাংলাদেশি কলকাতায় আত্মগোপন করে রয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের (Uttarpradesh Police) খাতায় মাফুজুর মোস্ট ওয়ান্টেড। এরপর তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে
এদিন গুলশন কলোনির এই বহুতলে হানা দেয় পুলিশ। লখনউ ATS, লালবাজারের (Laalbazar Police) গুন্ডাদমন শাখা ও আনন্দপুর থানার যৌথ অভিযানে ধরা পড়ে মাফুজুর। ধৃতের বাড়ি, বাংলাদেশের মুন্সিগঞ্জে। তার বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ রয়েছে। মাফুজুরকে যখন পাকড়াও করা হয়, তখন দেখা যায় ওই ঘরের মধ্যেই রয়েছেন আরও ২০ জন।
পুলিশ (Kolkata Police) সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের সময় সন্দেহ হওয়ায় আটক করা হয় ২০ জনকে। জানা যায়, প্রত্যেকেই বাংলাদেশের বাসিন্দা। কারও এদেশে থাকার বৈধ কোনও কাগজপত্র নেই। আনন্দপুর পুলিশ সূত্রে জানা গেছে, মাফুজুর ও আটক ২০ জনের কাছ থেকে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। যার সবগুলিই জাল। সন্ধেয় ফের ঘটনাস্থলে গিয়ে নথি বাজেয়াপ্ত করে পুলিশ।
ভোটের মুখে কেন এত বাংলাদেশি আত্মগোপন, জাল নথি কোথায় তৈরি, কার সঙ্গে যোগাযোগ, মডিউল গড়া হয়েছে কিনা, জঙ্গিযোগ রয়েছে তাও খতিয়ে দেখছে।