কলকাতা: ভয়াবহ দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতে। ঘটনায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০.১৫ নাগাদ ওই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে দাবি, প্রচণ্ড গতিতে নিউটাউন সাঁতরাগাছি রুটের বাসটি কলকাতাগামী লেনে কাজীপাড়া বাসস্ট্যান্ডের কাছে আসে। এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরবাইকে ধাক্কা মারে। বাইকটি মন্থর গতিতেই চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


পুলিশ সূত্রে খবর, এক জনকে আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে হেস্টিংস থানার পুলিশ ও মন্দিরতলা ট্র্যাফিক গার্ডের কর্মীরা। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালক পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। 



 


গত ১৪ জুলাই রাতের শহরে বেপরোয়া গতির কারণ বাইক দুর্ঘটনা ঘটে। ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে গিয়ে গুরুতর আহত হন তিন বাইক আরোহী। এ দিন রাত সাড়ে ১২টা নাগাদ উল্টোডাঙা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। বেঙ্গল কেমিক্যালের দিক থেকে লেকটাউনে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পাঁচিলে ধাক্কা মেরে উল্টে যায় বাইক। হেলমেট না থাকায় তিন বাইক আরোহী জখম হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় লেকটাউন থানার পুলিশ।


সাম্প্রতিক অতীতে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে শহর কলকাতায়। কয়েকদিন আগেই বেলেঘাটা জোড়া মন্দিরের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় এক ভ্যান চালকের। ১১ জুলাই রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। শিয়ালদা থেকে ইএম বাইপাসের দিকে যাওয়ার সময় বেপরোয়া গাড়িটি ভ্যানতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যান চালকের। 



তার আগে ১০ জুলাই সন্ধেতে জিঞ্জিরা বাজারে স্কুটারে বেপরোয়া লরির ধাক্কায় ১ স্কুটার আরোহী যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় অন্য এক আরোহীকে। জানা যায়, একটি স্কুটারে চেপে দুই যুবক গার্ডেনরিচ থেকে তারাতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় তারাতলা দিক থেকে আসা একটি ১০ চাকার গাড়ি দুই যুবককে ধাক্কা মারে।


এক যুবকের মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় যুবকের। আর এক যুবকের পায়ের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ক্ষেত্রেও ঘাতক গাড়িটি পলাতক। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক গাড়িটি চিহ্নিত করার চেষ্টা চালায় পুলিশ।