রুমা পাল, কলকাতা: সল্টলেকে রোমা ঝাওয়ার অপহরণকাণ্ডে গুঞ্জন-সহ চারজন দোষী সাব্যস্ত। অপহরণের মুক্তিপণ নিয়ে বচসায় খুনের অভিযোগে দোষী সাব্যস্ত চারজন। অরবিন্দ প্রসাদকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত গুঞ্জন ঘোষ, গুঞ্জন ঘোষ, গুড্ডু যাদব, মুন্না সিংহ ও মুকেশ সিংহ।


২০০৫-এ সল্টলেকে রোমা ঝাওয়ারকে অপহরণ, মুক্তিপণ আদায়। ২০ লক্ষ টাকা মুক্তিপণের ভাগ নিয়ে বচসায় অরবিন্দকে খুনের অভিযোগ। এখনও এই মামলায় পলাতক পাপ্পু নামে আরও এক অভিযুক্ত। সোমবার এই মামলায় সাজা ঘোষণা করবে আলিপুর আদালত। খুন, ষড়যন্ত্র, অস্ত্র আইনে গুঞ্জন-সহ চারজন দোষী সাব্যস্ত হয়েছে। 


১৬ বছর পর খুনের মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত। সল্টলেকের ব্যবসায়ী পরিবারের স্কুলছাত্রী রোমা ঝাওয়ারের অপহরণে মুক্তিপণের ভাগ নিয়ে নিজেরই শাগরেদকে খুন। আলিপুর আদালতে দোষী সাব্যস্ত ধৃত গুঞ্জন ঘোষ  সহ চারজন।


পুলিশ সূত্রে খবর, ২০০৫ সালে গুঞ্জন ও তার দলবল অপহরণ করে রোমা ঝাওয়ারকে। মুক্তিপণ বাবদ আদায় হয় ২০ লক্ষ টাকা। সেই মুক্তিপণের ভাগ নিয়ে গন্ডগোলের জেরে গুঞ্জন তার সঙ্গী অরবিন্দ প্রসাদকে গুলি করে খুন করে।


বৃহস্পতিবার সেই মামলাতেই গুঞ্জন ও তার তিন সঙ্গী মুন্না সিং, মুকেশ সিং ও গুড্ডু যাদবকে দোষী সাব্যস্ত করলেন আলিপুর আদালতের দ্বাদশ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক।


এর আগে রোমা ঝাওয়ার অপহরণকাণ্ড, দমদমের এক ব্যবসায়ীর ছেলে মিঠুন কোলে ও বিশ্বজিত্‍ দে নামে দু’জনের খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয়েছে গুঞ্জনের। এবার শাগরেদ খুনেও দোষী সাব্যস্ত গুঞ্জন সহ চারজন। সোমবার এই মামলায় সাজা ঘোষণা করা হবে।


অন্যদিকে, বেহালার পর্ণশ্রীতে মা-ছেলেকে ছক কষে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে।  প্রাথমিক তদন্তের পর এমনই অনুমান পুলিশের।  খুনের অস্ত্রও বাইরে থেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি।  তদন্তে উধাও হওয়া মোবাইল ফোনের কল ডিটেলস ও আশপাসের আবাসনের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।