কলকাতা: এসএসকেএমে সফল নবজাতকের জটিল অস্ত্রোপচার। ২৮ দিনের শিশুর শ্বাসনালি থেকে বের করা হল নাকছাবি। আপাতত হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে পর্যবেক্ষণে রাখা হয়েছে শিশুটিকে। জানা গিয়েছে, সদ্যোজাতর নাক ফুটো করার সময়ই বিপত্তি ঘটে। শ্বাসনালিতে আটকে যায় নাকছাবিটি। তবে চিকিৎসকদের সহায়তায় অবশেষে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেল সদ্যোজাত। এসএসকেএম হাসপাতালে সফল হয়েছে অস্ত্রোপচার।


অস্ত্রোপচার সফল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের পরিবার। শিশুর পরিবার সূত্রে খবর, ২৮ জুন নাক ফুটো করার সময় অসাবধানতা বশত নাকছাবিটি শ্বাসনালিতে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শিশুকে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, সেখানে চিকিৎসার ব্যবস্থা না থাকায়, তাকে SSKM হাসপাতালে আনা হয়।


এরপরই শিশুর চিকিৎসায়, SSKM’র নিওনেটাল সার্জারি বিভাগের ৪ চিকিৎসককে নিয়ে গঠিত হয় বিশেষ টিম। এই টিমের চিকিৎসকরাই শুক্রবার অস্ত্রোপচার করেন। এন্ডোস্কপির মাধ্যমে শ্বাসনালি থেকে বের করা হয় নাকছাবিটি। হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচারের পর ওই নবজাতক এখন ভাল আছে। আপাতত পর্যবেক্ষণে রয়েছে সে। তবে এতটুকু শিশুর নাক ফুটো করার এত তাড়া কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।


একদিকে যখন এক সদ্যোজাতকে যন্ত্রণামুক্ত করল এসএসকেএম। তখন অন্য়দিকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল আরও এক সদ্যোজাতর পরিবার। SNCU’র ওয়ার্মারে যান্ত্রিক বিভ্রাটে ঝলসে গেল ১১দিনের সদ্যোজাত! পার্ক সার্কাসের ন্যাশনাল ন্যাশনাল মেডিক্যাল হাসাপাতালের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে এক পরিবার।


শুক্রবার বিকেলের দিকে এসএনসিইউর ওয়ার্মারে বিভ্রাটে দুর্ঘটনার অভিযোগ ওঠে। তাতেই ১১ দিনের শিশু ঝলসে যায় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে সিক নিউবর্ন কেয়ার ইউনিটের সামনে বিক্ষোভ দেখায় সদ্যোজাতর পরিবার। যদিও ঝলসে যাওয়ার কথা অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওয়ার্মার বিভ্রাট নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, 'ওয়ার্মারে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এখন সদ্যোজাতের অবস্থা স্থিতিশীল।' 


ওয়ার্মারে যান্ত্রিক ত্রুটিতেই কি ঝলসে গেল একরত্তি শিশু? হাসপাতালের বিরুদ্ধে অন্তত এমনই গুরুতর অভিযোগ এনেছে শিশুর পরিবার।