কলকাতা: ‘বিকেল ৪টের পর থেকে বিধাননগর স্টেশনে দাঁড়াবে না ডাউন ট্রেন। শিয়ালদাগামী কোনও ট্রেন দাঁড়াবে না বিধাননগর স্টেশনে।’ রাজ্যের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত, জানানো হল পূর্ব রেলের তরফে। 


শ্রীভূমির পুজোয় উপচে পড়া ভিড় রুখতেই পদক্ষেপ, খবর সূত্রের। ভিড় এড়াতে আগেই রাতের ৭ জোড়া স্পেশাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত।


আলো নিভেছিল আগেই। অষ্টমীর রাতে সাধারণ মানুষের জন্য বন্ধ হল শ্রীভূমির দরজা।  ভিড় ও আলো বিতর্কের জেরে দর্শকদের জন্য এবারের মত বন্ধ হয়ে যায় শ্রীভূমি স্পোর্টিং-এর মণ্ডপ দর্শন।


শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো মানেই অন্যরকম। কখনও বাহুবলী, কখনও পদ্মাবত, কখনও আবার কেদারনাথের মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছে শ্রীভূমি। 


আরও পড়ুন: অতিরিক্ত ভিড় এড়াতে শিয়ালদা শাখায় বাতিল নবমী-দশমীর ৭ জোড়া স্পেশাল নাইট ট্রেন


আর এবার, কলকাতায় বসে, দুবাইয়ে স্বাদ দিয়েছে এই পুজো কমিটি। পৃথিবীর সর্ববৃহৎ বহুতল বুর্জ খলিফার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। তার সঙ্গে চোখ ধাঁধানো আলো। সব মিলিয়ে এবারের পুজোর অন্যতম আকর্ষণ হয়ে ওঠে শ্রীভূমি। দর্শনার্থীদের কাছে হয়ে ওঠে অন্যতম প্রধান ডেস্টিনেশনও। 


প্রতিপদ থেকেই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে উপছে পড়ে ভিড়। গভীর রাত পর্যন্ত লাইন দিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে মণ্ডপ ও প্রতিমা দর্শন চলে। ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে যা মাত্রা ছাড়ায়।


গতকাল রাতে বিধাননগরের পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকের পর বন্ধ করে দেওয়া হল মণ্ডপে ঢোকার সমস্ত গেট।


এপ্রসঙ্গে, দমকলমন্ত্রী তথা পুজোর প্রধান উদ্যোক্তা সুজিত বসু বলেন, পরিস্থিতি অনুযায়ী সবকিছু ভাবনা-চিন্তা করতে হয়। আমরা মানুষের জীবনকে গুরুত্ব দিয়েছি। সেই জন্য আমরা বলছি, আমি দুঃখপ্রকাশ করে নিয়েছি। সবাইকে বলব, আমাকে ক্ষমা করে দিন। পল্লিবাসীকে বলেছি, আসতে পুজো দিতে। ট্রেনে এত লোক আসছিল। সবাই জানে খুব ভাল হয়েছে। ডেস্টিনেশন করে নিয়েছিল। আমাদের সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে।


আরও পড়ুন: দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে গেল শ্রীভূমি স্পোর্টিংয়ের দরজা