কলকাতা : উৎসবের আনন্দ দ্বিগুণ! হাতের মুঠোয় ‘আরও আনন্দ’! ডিজিটাল প্ল্যাটফর্মে এক ক্লিকেই নতুন আনন্দ-সন্ধান। উৎসবের আবহে পথ চলা শুরু করল এবিপি পরিবারের নতুন অ্যাপ ‘আরও আনন্দ’।

  

করোনাকালে যখন সবাইকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে বিষাদ-ব্যথা, তখন বাংলা সাহিত্য, গান, চলচ্চিত্র, নাটক, খেলা, খাওয়াদাওয়া, সাজসজ্জা, পডকাস্ট, বিশেষ খবর - বাঙালি সংস্কৃতির আনাচ-কানাচ ছুঁয়ে পড়া-দেখা-শোনার বিশাল সম্ভার নিয়ে হাজির হল ‘আরও আনন্দ’। অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবে ‘আরও আনন্দ’ অ্যাপ ইনস্টল করা যাবে গুগল প্লে স্টোর থেকে। অ্যাপল ফোন বা ট্যাবে অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপল স্টোর থেকে।


পড়া যাবে ব্লগ, শোনা যাবে পডকাস্ট
বাংলার কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকা অগণিত অন্য সংস্কৃতির মূল ধারা তুলে ধরবে বিশেষ এই অ্যাপ ৷ পড়া যাবে ব্লগ, পডকাস্টে শোনা যাবে প্রিয় শিল্পীর প্রিয় অনুষ্ঠান, গান।
জানা যাবে, বাঙালির খাওয়া দাওয়া নিয়ে... রয়েছে বিজ্ঞান নিয়ে লেখাও। বিশেষ নজরের পরই ‘আরও খবর’। সেখানে ক্লিক করলেই মিলবে দেশ ও দশের খবর, খেলার খবর, খবরের নেপথ্যের খবর। ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা খবরের খনি। যা জানা হয়নি আগে।

অ্যাপে মিলবে ‘এবিপি আনন্দ Live’ দেখার আনন্দও
শুধু খবর পড়া বা প্রিয় অনুষ্ঠান শোনা নয়, অ্যাপে মিলবে ‘এবিপি আনন্দ Live’ দেখার আনন্দও। ই-পেপার সেকশনে পড়া যাবে আনন্দবাজার পত্রিকা। রকমারি খেলা, ছবি, বিজ্ঞানের দুনিয়ার খবর ও এক নজরে সাম্প্রতিক সংবাদে চোখ বুলিয়ে নেওয়ার পাশাপাশি অতীতের গুরুত্বপূর্ণ দিনগুলিতে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার প্রথম পাতাও আপনি দেখতে পাবেন এই অ্যাপে৷ সব মিলিয়ে যা কিছু বাঙালির প্রিয় তাই নিয়েই এ এক অনন্য আনন্দযাত্রার সুযোগ।



অ্যাপে পাওয়া যাবে সাহিত্যের স্বাদও
টিভি দেখা বা খবরের কাগজ পড়ার পাশাপাশি, ‘আরও আনন্দ’ অ্যাপে পাওয়া যাবে সাহিত্যের স্বাদও। রয়েছে দেশ, সানন্দা, আনন্দমেলা, উনিশ কুড়ি বা রবিবাসরীয় থেকে বাছাই করা সাহিত্য। নাটক পাড়ার খবর, নতুন গল্প- যা আগে কোথাও পড়েননি, সব মিলবে এই অ্যাপে।  ‘বই ও ম্যাগাজিন’ সেকশনে পড়া যাবে দেশ, আনন্দমেলা, সানন্দা থেকে আনন্দলোক।

করোনাকালে কি পড়া হয়ে উঠেনি এবারের পূজা বার্ষিকী?
হাতের মুঠোয় যখন ‘আরও আনন্দ’, তখন চিন্তা কী? সানন্দা, আনন্দলোক, পত্রিকা, দেশ, আনন্দবাজার পত্রিকা থেকে আনন্দমেলা- থরে থরে সাজানো সব পূজা সংখ্যা। সব কিছুই পাঠকদের আঙুলের ডগায়। শুধু ক্লিক করার অপেক্ষা!

আনন্দ পাবলিশার্স-এর সাইট থেকে পছন্দের বই কেনার বিশেষ অফার!
নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগের পাশাপাশি রয়েছে আনন্দ পাবলিশার্স-এর সাইট থেকে পছন্দের বই কেনার বিশেষ অফার! কী ভাবছেন, এখানেই শেষ? 
না, আছে ‘আরও আনন্দ’, আরও বিনোদন। টলি-বলি-হলির খবর, রান্নাবান্না, বেড়ানো, সাজগোজ থেকে বিভিন্ন অনুষ্ঠানের খবর। শব্দছক, সুদোকু, বাক্স রহস্য থেকে মগজাস্ত্রে শান দেওয়ার ব্যবস্থাও রয়েছে অ্যাপে। নস্টালজিক করবে ফিরে দেখা পুরনো অ্যালবাম।

সব মিলিয়ে বিষয় বৈচিত্রে উজ্জ্বল ‘আরও আনন্দ’। বিষয়-আশয় থেকে ভাল থাকার পাসওয়ার্ড- সব মিলবে একটি অ্যাপেই।  শুধু পড়া-শোনা বা দেখা নয়, রয়েছে লেখার সুযোগও।  ‘আমার কলম’-এ পাঠানো যাবে গল্প, প্রবন্ধ বা ভ্রমণ বিষয়ক লেখা। 


তবে আর দেরি কীসের, এখনই ডাউনলোড করুন আর পান ‘আরও আনন্দ’! প্রথম এক মাস পুরোপুরি ফ্রি, তারপর বেছে নেওয়া যাবে, পছন্দসই সাবস্ক্রিপশন প্যাকেজ।