ঝিলম করঞ্জাই, কলকাতা: করোনা সংক্রমণের গ্রাফ কমতেই চোখ রাঙাচ্ছে RS virus। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। এই ভাইরাসের প্রকোপের কথা উঠে এসেছে জাপান ও ইউরোপের জার্নালেও।


করোনা? স্ক্রাব টাইফাস? ইনফ্লুয়েঞ্জা? না কি ডেঙ্গি? উপসর্গ দেখে বোঝার উপায় নেই, কী ধরণের জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। আর তাতেই বাড়ছে জটিলতা-বিভ্রান্তি। চিকিৎসকরা বলছেন, শিশুদের যে জ্বর হচ্ছে, তার ২০ শতাংশই RS ভাইরাসের কারণে। চিকিৎসক দেবকিশোর গুপ্তর কথায়,  “বাচ্চাদের মাস্ক পরিয়ে রাখতে হবে। বাচ্চাদের কাছে এলে লোকজনকেও পরতে হবে। খুব সংক্রামক।’’ পুরো নাম Respiratory Syncytial virus। চিকিৎসকদের মতে, এই RS ভাইরাস প্রচণ্ড সংক্রামক। জ্বরের পাশাপাশি শ্বাসনালীতে প্রদাহ, ফুসফুসে সংক্রমণ থেকে ধীরে ধীরে শিশুদের শরীরে জটিলতা বাড়িয়ে দেয়। অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করে। চিকিৎসক জ্যোতির্ময় পালের কথায়, “আর এস ভাইরাস বেশি। স্যাম্পল টেস্ট করা হচ্ছে, তাই জানা যাচ্ছে।’’ বিশেষজ্ঞরা বলছেন, শুধু এরাজ্যেই নয়, বিশ্বজুড়ে করোনার গ্রাফ কিছুটা নিম্নমুখী হতেই মাথাচাড়া দিয়ে উঠেছে RS ভাইরাস।


আরও পড়ুন: South 24 Pargana: মগরাহাটের পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ৪০টি তাজা বোমা


সম্প্রতি জাপানের একটি জার্নালেও প্রকাশিত হয়েছে এই তথ্য। CDC - সেন্টারস ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন নামে এই জার্নালের, সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শীর্ষক লেখায়, বলা হয়েছে, করোনা সংক্রমণ কিছুটা কমতেই, টোকিও-এ বেড়েছে RS ভাইরাসের প্রকোপ। একই দাবি করেছে ইউরোপের একটি জার্নালও। চিকিৎসকরা বলছেন, এই মুহূর্তে থাকবে RS ভাইরাসের প্রকোপ। তাই সতর্ক ও সচেতন থাকতে হবে। জ্বর হলে, দেরি না করেই চিকিত্‍সকের শরণাপন্ন হতে হবে। চিকিৎসক  অনিরুদ্ধ ঘোষ বলছেন, “মাথায় আছে, থার্ড ওয়েভ আসতে পারে। এই ভয়ে তাড়াতাড়ি ডাক্তারদের কাছে আসছে।’’


আরও পড়ুন: বরানগরে মামারবাড়িতে গিয়ে জ্বর, মৃত্যু ডেঙ্গি আক্রান্ত যুবকের