কলকাতা: গতকালের তুলনায় রাজ্যে সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৫৩৭ জন। আজ, বুধবার সেই সংখ্যাটি বেড়েছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৮৩ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৬৩,৩৯৩ জন। সরকারি হিসেবে ২২ সেপ্টেম্বরে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৭২৪ জন। 


এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল মৃত্যু হয়েছিল ১৪ জনের। রাজ্যে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা, সংক্রমণে শীর্ষে রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ১০৮ জন। করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় একদিনে আক্রান্ত ১১২ জন। ৩ জনের মৃত্যু হয়েছে সেখানে। হাওড়ায় একদিনে আক্রান্ত হয়েছেন ৪৪ জন, ৩ জনের মৃত্যু হয়েছে একদিনে। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী গত ১ দিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৬৮৭ জন। ২২ সেপ্টেম্বর রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। 


অন্যদিকে দেশেও গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক মৃত্যু বাড়ল, সামান্য কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৬৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৩১ হাজার ৪৯৮। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯। ১৮৬ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন। একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৭ লক্ষ ৭ হাজার ৬০৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৯৪ লক্ষ ৯৮ হাজার ৮২৩। 


আরও পড়ুন: Chandannagar: পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে ডাকাতি, তদন্তে অনুমান পুলিশের