Data Security Threat : চেহারা বদলের মজার ট্রেন্ড না ফাঁদ ! স্বেচ্ছায় ব্যক্তিতথ্যের আগল খুলে অজান্তেই ডাকছেন বিপদ

ABP Exclusive : ফেসবুকে জনপ্রিয় হওয়া খেলার সঙ্গে যুক্ত থাকে আরও এক হাতছানি। মজার আড়ালে লুকিয়ে থাকা ফাঁদে পড়ে ডিপফেকের পরবর্তী শিকার হতে পারেন আপনি।

অঞ্জন চক্রবর্তী, কলকাতা : ফেসবুক-জুড়ে (Facebook) আদলবদলের এক ভিড় ! মুখের আদল বজায় রেখে বদলে যাচ্ছে অবয়ব। বিভিন্ন ভঙ্গিমা ও চেহারায় মজার এক মুখবদল। চেহারা বদলের নেহাত এক হালকা মেজাজের খেলা।

Related Articles