সৌভিক মজুমদার, কলকাতা : গরু পাচার ( cattle smuggling case) মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আগাম জামিনের আবেদনের শুনানি শেষ। রায়দান স্থগিত রাখল হাইকোর্ট।


আদালতে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন এই ভয়ে হাজিরা দিচ্ছেন না, তিনি কী করে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন? আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী। ' আদালত যদি সাক্ষীদের রক্ষাকবচ দিতে শুরু করে তাহলে কাউকে নোটিশ পাঠানো হলেই সে আদালতের দ্বারস্থ হবে।' 



তদন্ত প্রক্রিয়া ব্যাহত হবে বলে সওয়াল করেন সিবিআইয়ের আইনজীবী। অনুব্রত মণ্ডলের আইনজীবী বলেন, গ্রেফতারির উদ্দেশেই বারবার ডাকা হচ্ছে। তদন্তের নামে হুমকি দেওয়া তদন্তকারী সংস্থার কাজ নয়, কিন্তু সেটাই করা হচ্ছে। ভবিষ্যতে নোটিস পাঠালে যাতে রক্ষাকবচ মেলে তার আবেদন জানানো হচ্ছে আদালতে। 


এ যেন টেস্ট ম্যাচের স্নায়ুযুদ্ধ! একের পর এক বল করে যাচ্ছে বোলার। আর জাজমেন্টের ভঙ্গিতে তা ছেড়ে দিচ্ছে ব্যাটার!  গরুপাচার মামলা তদন্তে ফের সিবিআই অফিসে হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, রক্ষাকবচ মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত , সিবিআই অফিসে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি চান বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। 


বীরভূমের তৃণমূল জেলা সভাপতি তাঁর আইনজীবীর মাধ্যমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রক্ষাকবচ চেয়ে মামলা দায়ের করা হয়েছে।  সেই মামলার নিষ্পত্তি না হওয়া বা হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁকে হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক।  


অনুব্রত মণ্ডল হাজির না হলেও, মঙ্গলবার নিজাম প্যালেসের সিবিআই অফিসে উপস্থিত হয়েছিলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হুসেন। অনুব্রত মণ্ডলের গতিবিধি, কারা তাঁর সঙ্গে দেখা করতেন, এসব বিষয়ে তাঁকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে সিবিআই সূত্রে খবর।