কোচবিহার : এবার কোচবিহারের মাথাভাঙায় প্রচুর ভূতুড়ে ভোটার। ৭ নম্বর ওয়ার্ডে ২৭৪ নম্বর বুথে ২৯ জন অস্তিত্বহীন ভোটার, দাবি বিজেপির। কেউ ১৫-২০ বছর আগে মৃত, কেউ বাংলাদেশে চলে গিয়েছেন, দাবি বিজেপির। মৃত ভোটারদের ভোটেই জয়ী হয় তৃণমূল, অভিযোগ বিজেপির। মৃত ভোটার বাদ দেওয়া কমিশনের কাজ, পাল্টা তৃণমূলের।
আরও পড়ুন, 'বাবার নামে ভুল..', ফের SIR-আতঙ্কে মৃত্যুর অভিযোগ ! শোকের ছায়া পূর্ব মেদিনীপুরের রামনগরে
SIR-এর আবহে বারবার উঠে আসছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ !
SIR-এর আবহে বারবার উঠে আসছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ ! কত বাংলাদেশি আছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়? এই নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে!উঠে আসছে মায়ানমারের রোহিঙ্গাদের প্রশ্নও! বাংলার ভোটার তালিকায় কি তারাও আছে? রাজনৈতিক দলগুলির নানা দাবি পাল্টা দাবির মধ্য়েই সম্প্রতি উঠে এসেছিল চাঞ্চল্য়কর তথ্য়! আসল নাম আব্দুস সালাম গাজি! কিন্তু ভারতের ভোটার কার্ডে নাম বদলে হয়ে গিয়েছে সালাম গাজি! নাম বদলে না কি আধার কার্ডও বানিয়ে ফেলেছেন বলে অভিযোগ।উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে এই ঘটনা সামনে আসে।
'নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম তুলে নেন, বানিয়ে নেন আধার কার্ড'
হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের ভোটার তালিকায় জ্বলজ্বল করছে সালাম গাজির নাম। কিন্তু স্থানীয় সূত্রে দাবি,সালাম গাজির আসল নাম আব্দুস সালাম গাজি! আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক বছর আগে ভারতে আসেন তিনি। অভিযোগ, এরপর নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম তুলে নেন। বানিয়ে নেন আধার কার্ড।
বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটার তরজা
সম্প্রতি বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটার তরজা। এই নিয়ে ভুয়ো ভোটারের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করে বিজেপি। পাল্টা উত্তর দেয় তৃণমূলও। এলাকায় নেই, তবে ভোটার তালিকায় বহাল তবিয়তে রয়েছেন! একটা দুটো নয়, এরকম উদাহরণ ভুরি ভুরি। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলে, তখন উত্তর ২৪ পরগনার বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দেয় ভূতুড়ে ভোটারের তরজা। যেমন মোনালিসা দত্ত! একসময় বসিরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা ছিলেন। কিন্তু পরিবারের দাবি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছেন এক যুগ আগে! ঠিকানা পরিবর্তন হলেও, ভোটার তালিকায় নামটা রয়ে গেছে!পরিবারের দাবি, বারবার প্রশাসনকে বলা সত্ত্বেও ব্যবস্থা হয়নি!