রুমা পাল, কলকাতা: ফলতার ঘটনায় রিপোর্ট গেল নির্বাচন কমিশনে। এবং প্রত্যেক রোল অবজারভারের জন্য, কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে, এই আবেদনও জানানো হয়েছে। প্রত্যেক অবজার্ভারকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়ার আর্জি জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর মন্তব্য উল্লেখ করা হয়েছে, কেন মহিলাদের রান্নাঘরের জিনিস নিয়ে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছিল, প্রশ্ন তোলা হয়েছে এই রিপোর্টে। জাতীয় নির্বাচন কমিশনকে এই মন্তব্য খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে। 

Continues below advertisement

আরও পড়ুন, এনুমারেশন পর্ব শেষের পরও নয়া নির্দেশিকা, BLO-দের জন্য নতুন অপশন জারি নির্বাচন কমিশনের

Continues below advertisement

ফলতার ঘটনা উল্লেখ করে রিপোর্ট পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। এবং একাধিক প্রশ্ন তোলা হয়েছে। আরও বেশ কিছু আবেদনও করা হয়েছে। কী বলা হয়েছে সেখানে ? মূলত দক্ষিণ ২৪ পরগনার যিনি পর্যবেক্ষক সি মুরুগান, তিনি যখন গিয়েছিলেন ফলতাতে, সেখানে দেখা যায়, তাঁকে ঘিরে ধরে মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। ইতিমধ্যেই সেই রিপোর্ট পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনে। সেখানে বলা হয়েছে, তাঁদেরকে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে। তাঁদের পাওয়ারও কিন্তু ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিতে হবে।

অপরদিকে, ওই রিপোর্টে খুব উল্লেখযোগ্যভাবে রয়েছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য। মুখ্যমন্ত্রী সকল মহিলাদের বলেছিলেন, তাঁদের রান্নার জিনিস নিয়ে বেরিয়ে আসতে। এই মন্তব্যকে কিন্তু খুঁটিয়ে দেখতে হবে নির্বাচন কমিশনকে। কারণ এই মন্তব্যের সঙ্গে কালকের যে ঘটনা ঘটেছিল, সেই মন্তব্যের অনেকটাই মিল পাওয়া গিয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। পর্যবেক্ষক যেমন এই রিপোর্ট পাঠিয়েছেন, তেমন কিন্তু বিশেষ রোল অবজারভার রয়েছেন, তিনিও কিন্তু রিপোর্ট পাঠাতে চলেছেন।প্রত্যেক রোল অবজারভারকে বলা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী তাঁদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাঁদের ওয়ার ম্যাজিস্ট্রেটের পাওয়ার করার জন্য। সেই সমস্ত বিষয়ে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। 

সম্প্রতি SIR-এর তথ্য যাচাই করতে এদিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতার দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়েছিলেন আইএএস অফিসার সি মুরুগান। তাঁর সঙ্গে ছিলেন ফলতার বিডিও শানু বক্সী এবং পুলিশ বাহিনী। আর ফলতায় গিয়েই মহিলাদের বিক্ষোভের সামনে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান। তাঁর সামনেই স্লোগান ওঠে, আগে ১০০ দিনের টাকা, আবাস যোজনার ঘর, তারপরে হবে SIR। আর ওইদিনই কৃষ্ণনগরের সভা থেকে মহিলাদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব আসে বিরোধী দলনেতার থেকেও। বৃহস্পতিবার শেষ হয় SIR-এর এনুমারেশন পর্ব। আর ওইদিনই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের রোল অবজার্ভার সি মুরুগান।