কলকাতা : ভবানীপুর উপ নির্বাচনে BJP প্রার্থীর হয়ে প্রচারে এসে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে তীব্র আক্রমণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরীর (Hardeep Singh Puri)। মমতা ভয় পেয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একটু ভয় পেয়েছেন। উনি বলেছেন যে মানুষ যদি তাঁকে ভোট না দেন তাহলে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। এখানে উপনির্বাচন কেন হচ্ছে ? কারণ, উনি নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন।"
সুর আরও চড়িয়ে তিনি বলেন, উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) জ্বালানির দাম নিয়ে প্রশ্ন তুলছেন। ওঁর জানা উচিত যে, জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গও পেট্রোল-ডিজেলকে জিএসটি-র বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্র প্রতি লিটারে মাত্র ৩২ টাকা নেয়। কিন্তু, রাজ্য সরকার নেয় ৪০ শতাংশ ভ্যাট। জুলাইয়ের পর থেকে পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলের দাম প্রতি লিটারে ৩.৫১ টাকা বাড়িয়েছে। এখান থেকে রেভিনিউ তুলতে চাইছে ওরা। উনি কেন্দ্রীয় নেতা হতে চাইছেন। কিন্তু, ওঁকে প্রথমে উপনির্বাচন জিততে হবে। তাছাড়া সময় বলবে, কংগ্রেস বা অন্য দল ওঁর নেতৃত্ব গ্রহণ করবে কি না।
এদিকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী আজ মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের বাড়িতে যান। তিনি বলেন, বাংলায় গণতন্ত্র আক্রান্ত। সমস্ত ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। শুধু ভবানীপুর নয়, অন্যান্য যে সমস্ত জায়গায় ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে, তার বিচার হওয়া উচিত। শুধু অভিজিৎ সরকার নয়, অভিজিৎ সরকার-সহ আরও অনেকের সঙ্গেই অন্যায় হয়েছে। তিনি যে সেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করতেন, আগামী দিনে সেই সেচ্ছাসেবী সংগঠনকে কীভাবে সাহায্য করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে।
আজ ভবানীপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে দিনভর প্রচার কর্মসূচি রয়েছে হরদীপ সিংহ পুরীর। সকালে প্রথমে প্রিয়ঙ্কা টিবরেওয়াল ও দীনেশ ত্রিবেদীকে সঙ্গে নিয়ে এসএসকেএমের কাছে একটি ধাবায় চায়ের আড্ডায় জনসংযোগের মাধ্যমে প্রচার শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী।