কলকাতা : বিজ্ঞাপন-বিতর্কে যোগী সরকারকে তৃণমূলের কটাক্ষের পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এই ইস্যুতে একযোগে উত্তরপ্রদেশ সরকার ও বিজেপিকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মহুয়া মৈত্র, ডেরেক ও' ব্রায়েনের মতো তৃণমূল নেতারা। তৃণমূলকে পাল্টা জবাব বিজেপির তরফে।
ট্যুইটারে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী লিখেছেন, "সংবাদপত্রের একটি ভুল বিজ্ঞাপন নিয়ে মেতেছে ভুয়ো প্রচারের পাণ্ডারা। বৃদ্ধি ও উন্নয়নের সাক্ষ্য বহন করে যোগী আদিত্যনাথের সরকার। উত্তরপ্রদেশ সরকারের অন্য রাজ্যের থেকে ধার করার প্রয়োজন নেই। যে রাজ্য নিজেই প্রশাসনিক অব্যবস্থায় দেউলিয়া হওয়ার মুখে দাঁড়িয়ে।
উত্তরপ্রদেশে যোগী সরকারের উন্নয়ন-বিজ্ঞাপনে কলকাতার মা উড়ালপুলের ছবি। এই নিয়ে আজ একযোগে আসরে নামেন তৃণমূল নেতৃত্ব। যোগীকে তোপ দেগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশে পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নকে নিজেদের বলে দাবি। বিজেপির শক্ত ঘাঁটিতে ডবল ইঞ্জিন মডেল চূড়ান্ত ব্যর্থ। সেই ব্যর্থতা এখন প্রকাশ্যে এল।’
যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ট্যুইট, অজয় বিস্তও যখন তাঁকে সাহায্য করতে পারলেন না, তখন বাংলার উন্নয়ন-মডেলের ছবিকেই নিজের প্রচারে ব্যবহার করছেন।
তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, বিজেপি জুমলা পার্টি। তৃণমূল উন্নয়নের দল। অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ভাল কাজকে স্বীকৃতি দেওয়ার জন্য উত্তরপ্রদেশ সরকারকে ধন্যবাদ।
পাল্টা জবাব দিতে ছাড়েননি রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, বাংলাতেই ভুয়োর ছড়াছড়ি, চাইলে আদালতে যাক।
এদিকে, এই ঘটনার দায় স্বীকার করেছে সংশ্লিষ্ট সংবাদপত্র। সংস্থার এক প্রচ্ছদে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে এদিন। এই ঘটনার পর সংবাদপত্রের তরফে ট্যুইটে বলা হয়, "পত্রিকার মার্কেটিং বিভাগ উত্তরপ্রদেশের বিজ্ঞাপনের প্রচ্ছদ কোলাজে অসাবধানতাবশত একটি ভুল চিত্র অন্তর্ভুক্ত করেছে। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কাগজের সমস্ত ডিজিটাল সংস্করণে ছবিটি সরিয়ে ফেলা হচ্ছে।"