কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। স্ট্র্যান্ড রোডে পূর্ব রেলের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ মিলিয়ে যাওয়ার আগেই ফের জনবহুল এলাকায় আগুন লাগার খবর। শুক্রবার দুপুরে জ্যোতি সিনেমার কাছে লেনিন সরণীতে আগুন লাগে। লেনিন সরণীতে একটি বাড়িতে আগুন লেগেছে। ঘটনাস্থলে গেছে দমকলের ৮টি ইঞ্জিন। পুরো এলাকা ভরে গেছে ধোঁয়ায়। এখনও হতাহতের কোনও খবর নেই।


এর আগে স্ট্র্যান্ড পূর্ব রেলের কার্যালয়ে রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় গাফিলতির কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু হয়েছে। ফায়ার সার্ভিস অ্যাক্টেও মামলা রুজু হয়েছে। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছিল লালবাজারের হোমিসাইড শাখা। অগ্নিদগ্ধ পূর্ব রেলের অফিস পরিদর্শনে যান বিজেপি নেতা রাহুল সিনহা ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুরু হয়ে গিয়েছিল চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছিলেন। স্ট্র্যান্ড রোডে রেলের অফিসে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর দায় কার? রেলের গাফিলতির অভিযোগ উড়িয়ে খবর পেয়েও দমকলের বিরুদ্ধেই দেরিতে যাওয়ার পাল্টা অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দমকলের পরিকাঠামো নিয়ে অভিযোগ করেন তিনি। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর অভিযোগ, ঘটনাস্থলে ছিলেন না রেলের কোনও আধিকারিক। ঘটনাস্থলে গিয়েছিলেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তিনি রেলের গাফিলতির পাশাপাশি, দমকলের উপযুক্ত পরিকাঠামো না থাকারও অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, এখানে রাজনীতি করা উচিত নয়। ঘটনায় রেল ও রাজ্য- উভয়েরই গাফিলতি রয়েছে।


দুদিন আগে ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রকাশ্যে আসে। কলকাতার বহুতলে আগুন লাগে। সাতসকালে স্ট্র্যান্ড রোডের একটি বহুতলে আগুন লেগেছিল গত বুধবার। সকাল পৌনে ৮টা নাগাদ বহুতলের চারতলায় আগুন লাগে। নীচের তলায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা ছিল। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছিলেন স্থানীয়রা। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছিল।


শুক্রবার দেখা গেল, কলকাতা এখনও সেই জতুগৃহই হয়ে রয়েছে।