কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার। গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক উত্তাপ এখন বোধহয় মেদিনীপুর জেলায়। আর ঠিক তেমনই গোটা রাজ্যের মধ্যে আবহাওয়ার দিক থেকেও সবচেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে মেদিনীপুর। পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের মত শুকনো মাটির এলাকাগুলোকেও ছাড়িয়ে গিয়েছে মেদিনীপুর। আজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মেদিনীপুরে। আজ মেদিনীপুরের তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। মেদিনীপুরের পরেই রয়েছে বাঁকুড়া। বাঁকুড়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস। ৪০ ডিগ্রি পার করেছে দক্ষিণবঙ্গর আর এক শহর পানাগড়। সেখানে আজ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি।


ভোটের উত্তাপের মতোই আগামী অন্তত চারদিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। অস্বস্তিকর আবহাওয়া চলবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। জানাল আবহাওয়া দফতর। এরইমধ্যে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চাঁদিফাটা রোদ্দুর দুপুরে বাইরে বেরোলেই আগুনের হলকা ৷ ফাল্গুনেই ঠাঁঠাপোড়া গ্রীষ্মের উত্তাপ। তবে, এইবছর এর সঙ্গে বাড়তি তাপ যোগাচ্ছে ভোট-যুদ্ধ। সভা-সমাবেশ-রোড শো, চলছে সমান তালে ৷ আগামীকাল, বৃহস্পতিবারই দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোট।


মার্চ মাসের নিরিখে আজ রেকর্ড করে ফেলেছে কলকাতাও। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। গত ১০ বছরে এটাই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা। চলতি বছরে মার্চেই রেকর্ড গড়ল উষ্ণতা। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-য় সাড়ে ৩৮ ডিগ্রিতে উঠেছিল পারদ। তারপর ২০১৪ সালের ৩০ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস।


আগামী ২৪ ঘণ্টাতেও রাজ্যের বেশকিছু জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের বেশকিছু জায়গাতে আগামীকালও তাপমাত্রা ৪০ ডিগ্রির আশে পাশে থাকবে। তবে উত্তরবঙ্গের পরিস্থিতি একেবারেই আলাদা। নিম্নচাপ অক্ষরেখার জেরে সেখানে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর।