কলকাতা: মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মী আবাসন চত্বরে হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল বউবাজার থানার পুলিশ। ধৃতদের মধ্যে অন্যতম অভিযুক্ত ভিকিও রয়েছে। গতকাল দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতালের কর্মী আবাসন চত্বর ও লাগোয়া ইডেন হাসপাতাল রোড। গুলি চলার অভিযোগও ওঠে। যদিও পুলিশের দাবি, সংঘর্ষে গুলি চলেনি। পুলিশের দাবি, দুই পাড়ার বিবাদের জেরে ওই ঘটনা ঘটেছে।
কাজের বরাত পাওয়া নিয়ে মেডিক্যাল কলেজ চত্বরে ধুন্ধুমার বাঁধল। রবিবার সন্ধে নাগাদ মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেটের সামনে সংঘর্ষ বাঁধে। একে অপরকে লক্ষ্য করে বোতল ছোড়াছুড়ি করতে থাকে। এমনকি চার রাউন্ড গুলি চলারও অভিযোগ উঠেছে। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
উল্লেখ্য, আধার কার্ড নিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ওঠে এ দিনই। নতুন কার্ড হোক, বা পুরনো কার্ড সংশোধন, আধারের জন্য দিতে হচ্ছে টাকা! গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন শালবনির সুন্দরা গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত অবশ্য টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন।
নতুন আধার কার্ড করাতে হলে, দিতে হবে, ৫০০ টাকা! পুরনো কার্ড সংশোধন করাবেন? তার জন্য গ্যাঁটের কড়ি খরচ হবে ২০০ টাকা। অভিযোগ, নতুন আধার কার্ড করিয়ে দেওয়া ও পুরনো কার্ড সংশোধনের নামে, পশ্চিম মেদিনীপুরের শালবনির সুন্দরা গ্রামের প্রায় ৪০ জন গ্রামবাসীর থেকে এভাবেই টাকা নিয়েছেন এই ব্যক্তি।
নাম শিশুরঞ্জন মাহাতো। বাড়ি শালবনিরই সীতানাথপুরে। সোমবার, মেদিনীপুর পোস্ট অফিসে নতুন ও সংশোধিত আধার কার্ড আনতে গিয়ে গ্রামবাসীরা জানতে পারেন, এর জন্য কোনও টাকা লাগারই কথা নয়। এরপরই অভিযুক্তকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। যদিও, টাকা নেওয়া নিয়ে, শিশুর মতোই সরল স্বীকারোক্তি অভিযুক্ত শিশুরঞ্জনের। এরপর পোস্ট অফিসের থেকেই থানায় খবর দেওয়া হয়। অভিযুক্তকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ।