কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: করোনা আবহে সশরীরে এখনও ক্লাস শুরু হয়নি কলেজ, ইউনিভার্সিটিতে। তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে সরস্বতী পুজো উপলক্ষ্যে নাচগান ঘিরে বিতর্ক। তদন্ত হবে, জানালেন, উপাচার্য। যদিও নাচগানে দোষের কিছু দেখছে না তৃণমূল ছাত্র পরিষদ।
উপলক্ষ্য সরস্বতী পুজো। অনেকে বলেন, বাঙালির ভ্যালেন্টাইনস ডে। আর সেখানেই, জনপ্রিয় গানের তালে তালে চলল নাচ... কোভিড বিধি তো দূরঅস্ত, বাণী-বন্দনা ঘিরে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস জমজমাট। এখনও সশরীরে ক্লাস শুরু হয়নি । সেখানে, বাগদেবীর আরাধনায় নাচগানের খবর পেয়ে বেজায় চটেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য।
ঘটনার পর, বুধবার বিশ্ববিদ্যালয়ের বাকি সব অনুষ্ঠান বাতিল করা হয়। পুজোর খাওয়া দাওয়া থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান- সব বন্ধ রাখা হলেও, বিতর্ক থামেনি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশ্ন, কোনও অনুমতি ছাড়াই, কীভাবে পুজোর অনুষ্ঠান হতে পারে? সূত্রের খবর, সাধারণ ছাত্রছাত্রীরা পুজোয় উপস্থিত থাকলেও, সরস্বতী পুজোর আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। নাচগানের জন্য ভুল স্বীকার করলেও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবীর পুজোর আয়োজনে কোনও ভুল দেখছে না শাসক দলের ছাত্র সংগঠন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা রনি ঘোষ জানান, ‘‘সাধারণ ছাত্রছাত্রারা এটা করেছে। এক বছর ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ। কাল আসার সুযোগ পেয়েছে। এতদিন বাড়িতে আটকে। ৷’’
জনপ্রিয় বাংলা গানের দু-কলি এবং নাচ, বিতর্ক ডেকে আনল।