প্রকাশ সিনহা, কলকাতা: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে (Post Poll Violence Allegations) আরও দু’টি মামলায় ফেরার অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া (CBI Warrant) জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation/CBI) সিবিআই। গত বছর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) ফলাফল ঘোষণাল পর শীতলখুচি (Sitalkuchi) এবং নলহাটিতে (Nalhati) দুই বিজেপি (BJP) কর্মীকে খুনের অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্তদের নাগাল পেতে হুলিয়া জারি করা হল।


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের শীতলকুচিতে গত ৩মে খুন হন বণিক মৈত্র নামের এক বিজেপি (BJP) কর্মী। ওই ঘটনায় শ্যামল বর্মণ, নবকুমার বর্মণের নাম উঠে এসেছে। কিন্তু ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়ে রয়েছেন তাঁরা। ওই দু’জনের খোঁজ পেতেই হুলিয়া জারি করা হয়েছে।


অন্য দিকে, ভোটের পর বীরভূমের নলহাটিতেও এক বিজেপি কর্মী গত ১৪মে খুন হন বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু অভিযুক্ত দু’জনই ঘটনার পর থেকে ফেরার। তাই তাঁদের বিরুদ্ধেও জারি করা হয়েছে হুলিয়া।


আরও পড়ুন: Taltala Guest House Fire: লবির ফ্রিজ থেকে গেস্ট হাউসে আগুন, ভোরবেলা ছড়াল আতঙ্ক|Bangla News


শীতলকুচি এবং নলহাটি—দু’টি পৃথক ঘটনা হলেও, অভিযুক্তদের নাগাল পেতে পুরস্কারেরও ঘোষণা করেছে পুলিশ। অভিযুক্তদের সম্পর্কে খোঁজ দিতে পারলে, তাঁদের গ্রেফতারিতে সাহায্য করলে প্রত্যেক অভিযুক্তের মাথা পিছু ৫০ হাজার টাকা করে পুরস্কার দেবে সিবিআই।


এর আগে কাঁকুড়গাছি মামলাতেও পাঁচ জনের নামে হুলিয়া জারি করে সিবিআই। জগদ্দলের ঘোটনায় হুলিয়া জারি করা হয়েছিল দু’জনের বিরুদ্ধে।


ভোট মিটে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন এলাকা রাজনৈতিক হিংসার অভিযোগ ওঠে। তা খতিয়ে দেখার ভার পড়ে জাতীয় মানবাধিকার কমিশনের উপর। তাদের তরফে সিবিআই-এর কাছে অভিযোগ পাঠানো হয়।  হাই কোর্টের নির্দেশে খুন, ধর্ষণ, যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত করছে সিবিআই। বাকি মামলার তদন্তের দায়িত্বে রয়েছে বিশেষ তদন্তকারী দল (SIT)।