প্রকাশ সিন্হা, পার্থপ্রতিম ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা:  এবার আইকোর চিটফান্ড মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব সিবিআইয়ের। যিনি একাধারে শিক্ষামন্ত্রী, তৃণমূলের মহাসচিব ও বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী। আগামী সপ্তাহে তৃণমূল কংগ্রেস মহাসচিবকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 


কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি,আইকোর মামলার তদন্তে তাদের হাতে একটি অনুষ্ঠানের ভিডিও ফুটেজ এসেছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে দেখা যাচ্ছে আয়কর অধিকর্তাকে।  এই প্রসঙ্গেই পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হবে বলে সিবিআই সূত্রের দাবি।


প্রতিক্রিয়ায় পার্থ বলেন, সিবিআই যে ডেকেছে আমি জানি না, আমাকে কেন ডাকবে? আমি সৎ! আপনি তো অনুষ্ঠানে ছিলেন? ছবি আছে - ছবি তো সবার সঙ্গেই থাকে, শিল্পমন্ত্রী হিসেবে, শিল্পের তাগিদে গিয়েছিলাম, চিটফান্ড জানতে যেতাম না, ডাকলে যাব। 


 



ভোটমুখী বাংলায় হঠাতই চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত সক্রিয় দুই কেন্দ্রীয় সংস্থা সিবিআই ও ইডি! একের পর এক নোটিস যাচ্ছে তৃণমূলের একাধিক প্রার্থী-নেতা-মন্ত্রীর কাছে। সূত্রের খবর,  সারদাকাণ্ডে ইডির কাছে নোটিস গেছে মদন মিত্রের কাছে। যিনি কামারহাটি থেকে তৃণমূল প্রার্থী। একই মামলায় তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি।


বৃহস্পতিবারই কামারহাটির তৃণমূল প্রার্থী ও প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্রকে নোটিস পাঠানো হয়েছে। ১৯ মার্চ সম্পত্তির তালিকা এবং আয়কর রিটার্নের নথি-সহ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। 


সারদা মামলায় এদিনই বাঁকুড়ার তালড্যাংরার তৃণমূল বিধায়ক সমীর চক্রবর্তীকে প্রায় ৪ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি।  ইডি সূত্রের খবর, সারদার একটি চ্যানেল সংক্রান্ত বিষয়ে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়।  সমীর চক্রবর্তী বলেন, কো-অপারেট করেছি, পরে ডাকলেও আসব। 


সারদা মামলায় দুই সংবাদপত্রের দুই প্রাক্তন সম্পাদককে ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।


অন্যদিকে, বিজেপি ক্ষমতায় এলে ফিরিয়ে দেওয়া হবে চিটফান্ডে প্রতারিতদের টাকা বলে হলদিয়ায় দাবি করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।