কলকাতা:  সারদাকাণ্ডে মদন মিত্রকে নোটিস (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) ইডি-র। ১৮ মার্চ সিজিও কমপ্লেক্সে তলব ইডির।এবারের রাজ্য বিধানসভা আসনে কামারহাটি আসনে তৃণমূল প্রার্থী মদন মিত্র। 


সারদা মামলায় আজ সমীর চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ ইডি-র। তাঁকে এই মামলায় তলব করা হয়েছিল। আজ তিনি সল্টলেকে ইডি দফতরে উপস্থিত হন। ইডি সূত্রে খবর, সারদা কর্তা সুদীপ্ত সেনের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছিল সমীর চক্রবর্তীর।  তৃণমূল নেতাকে কিছু নথি-সহ  ডেকে পাঠায় ইডি।