কলকাতা: কাজের বরাত পাওয়া নিয়ে মেডিক্যাল কলেজ চত্বরে ধুন্ধুমার বাঁধল। রবিবার সন্ধে নাগাদ মেডিক্যাল কলেজের ৫ নম্বর গেটের সামনে সংঘর্ষ বাঁধে। একে অপরকে লক্ষ্য করে বোতল ছোড়াছুড়ি করতে থাকে। এমনকি চার রাউন্ড গুলি চলারও অভিযোগ উঠেছে। সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। 


কে শহর সভাপতি? এই নিয়ে দক্ষিণ ২৪ পরগনার রাজপুরে আজই তৃণমূলের গোষ্ঠীকোন্দল বাঁধে। দু’ পক্ষই পোস্টার দেওয়ায় তৈরি হয়েছে বিতর্ক। রাজপুর-সোনারপুর পুরসভায় বিজয়ার শুভেচ্ছা জানিয়ে পোস্টার দিয়েছেন তৃণমূলের রাজপুর শহর সভানেত্রী কুহেলি ঘোষ। বিজয়ার শুভেচ্ছা-পোস্টারে একই পদের দাবিদার তৃণমূল নেতা শিবনাথ ঘোষও।


তৃণমূলের শহর সভানেত্রীর দাবি, দলের ওয়েবসাইটে তাঁর নাম রয়েছে। তিনি কাজও শুরু করে দিয়েছেন। শহর সভাপতি পদের দাবিদার তৃণমূল নেতার পাল্টা দাবি, মুখ্যমন্ত্রীর অনুমতিতেই তাঁকে কাজ চালিয়ে যাওয়ার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। রাজপুর শহর সভাপতির পদ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলেও তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


অন্যদিকে এই একই দিনে ব্যারাকপুরে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বানচাল করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, নিভিয়ে দেওয়া হয় আলো, পাখা। যদিও তৃণমূলের দাবি, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। স্থানীয় বাসিন্দারাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে।


আরও পড়ুন: South 24 Pargana: সুন্দরবনের খাঁড়িূতে মৎসজীবীদের জালে ধরা পড়ল দৈত্যকার মাছ