কলকাতা : গত বছরও করোনা আবহেই পার্ক স্ট্রিটে (park street ) বছরশেষের আনন্দে মেতেছিল কলকাতা (Kolkata)। এবারও তার অন্যথা হচ্ছে না। করোনা বিধি মেনেই বড়দিনের উৎসব পালন হতে চলেছে পার্কস্ট্রিটে । আগামীকাল, শুক্রবার ক্রিসমাস ইভ (Christmas Eve)।  বিকেলের পর থেকে মোতায়েন করা হবে পুলিশ।



  • পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩ হাজার পুলিশ কর্মী।

  • ৩টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি।

  • থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র।

  • মোতায়েন থাকবে ২টি ক্যুইক রেসপন্স টিম।

  • পাশাপাশি, সিসি ক্যামেরার মাধ্যমেও চলবে নজরদারি।

  • নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম। 

    এদিকে করোনা আবহে রাজ্য সতর্ক। তবে ক্রিসমাস থেকে নতুন বছরের সূচনা অবধি রাত্রিকালীন বিধি নিষেধে ছাড় দেওয়া হচ্ছে। সব মিলিয়ে করোনা আবহের মধ্যেও উত্সবের আমেজ। 
    করোনা সতর্কতা হিসেবে ভিড় বা জমায়েত যাতে না হয়, তার জন্য চালানো হবে বাড়তি পুলিশি নজরদারি। বিকেল গড়িয়ে সন্ধ্যে নামলেই আলোয় ঝলমল পার্ক স্ট্রিট। বিকেলের পর থেকেই বাড়তে শুরু করে ভিড়, তবে তা আগের বছরের মতো নয়।  দূরত্ব বিধি মেনে পথচলার জন্য প্রচার চালাবে পুলিশ। করোনা সংক্রমণের আশঙ্কায় ভিড় বা জমায়েত এড়াতে বিশেষ নজরদারি চালানো হবে।  কলকাতা পুলিশ সূত্রে খবর, বড়দিনে নিরাপত্তার বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। সতর্কতা মেনেই বর্ষবরণের কাউন্টডাউন শুরু শহরে। 

    ইতিমধ্যেই ২ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল রাজ্যে। লন্ডন বং নাইজেরিয়া ফেরতের দেহে মিলল নতুন ভ্যারিয়েন্টের সন্ধান। এই নিয়ে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩। করোনা আক্রান্তের হদিশ মিললে আইসোলেশন বাধ্যতামূলক,  আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নতুন নির্দেশিকা রাজ্য স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানিয়েছেন, তিনটি নুমনা পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। তাঁদের মধ্যে ২ জন ওমিক্রন আক্রান্ত। একজন এসেছিলেন লন্ডন থেকে, অন্যজন নাইজেরিয়া থেকে।