প্রকাশ সিন্হা, কলকাতা: কয়লাকাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ সিবিআইকে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে সিবিআই আধিকারিকরা পৌঁছোনর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে যান। মুখ্যমন্ত্রী বেরিয়ে যাওয়ার চার মিনিট পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছন সিবিআই অফিসাররা। 


রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস দিয়েছিল সিবিআই। সোমবার সকালে অভিষেকের স্ত্রীর উত্তর পৌঁছয় সিবিআইয়ের অফিসে। যেখানে যুব তৃণমূল সভাপতির স্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার গোয়েন্দারা তাঁর বাড়িতে আসতে পারেন। 


রুজিরা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লেখেন, আমাকে কী কারণে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বা তদন্তের উদ্দেশ্য কী, তা আমি জানি না। তবে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে দুপুর ৩টের মধ্যে আপনারা সুবিধা মতো আমার বাড়িতে আসতে পারেন। 


সিবিআই সূত্রে খবর, অভিষেক-পত্নীকে জিজ্ঞাসাবাদের জন্য ৮ সদস্যের দল গঠন করা হয়েছে। মূলতঃ ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কপি দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অভিষেক-পত্নীকে।


সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করা হয়েছে ৮ পাতার প্রশ্ন তালিকা। জানতে চাওয়া হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাগরিকত্ব নিয়ে। তাঁর কটি পাসপোর্ট রয়েছে, অভিষেক-পত্নী কোনও রেজিস্টার্ড সংস্থার সঙ্গে যুক্ত কিনা, কোনও সংস্থার পদাধিকারী কিনা তাও জানতে চাওয়া হবে। খবর সিবিআই সূত্রে। 


রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইয়ের ৮ সদস্যের তদন্তকারী দলের নেতৃত্বে থাকছেন এসপি পদমর্যাদার অফিসার বিশ্বজিৎ দাস। থাকছেন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার তদন্তকারী অফিসার উমেশ কুমার। এছাড়াও, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য এই দলে থাকছেন ডিএসপি পদমর্যাদার দুই মহিলা অফিসার। খবর সিবিআই সূত্রে।