অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গতকাল উদ্বোধনের পর আজ থেকে শুরু হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল।

  মেট্রো সূত্রে প্রাপ্ত খবর, প্রথম দিন প্রথম ঘণ্টায় মেট্রোর আয় হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। 


আজ থেকেই মেট্রোপথে জুড়ে গেল উত্তর ও দক্ষিণের দুই কালীক্ষেত্র। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছনো যাবে মাত্র একঘণ্টায়। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। 


শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। সপ্তাহের কাজের দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে মোট ১৫৮টি রেক চলবে। ছুটির দিনে সেই সংখ্যাটা হবে ১৫৬। 


অফিস টাইমে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। এই মুহূর্তে কলকাতা মেট্রোর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা। সম্প্রসারিত যাত্রাপথের জন্য ভাড়া বাড়ছে না।


সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


মোদি জানালেন, এবার দেড় ঘণ্টার পথ পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে! তিনি বলেন, ‘নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় এবার দেড় ঘণ্টার পথ ৩৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। কলকাতা যাতায়াতের জন্য আধুনিক ও দ্রুত গতি সম্পন্ন ট্রান্সপোর্ট পেয়ে গেল। উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন।’ 


মোদি যোগ করেন, ‘দ্রুত উন্নয়নের স্বার্থে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগেরবার বাংলায় এসে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকাঠামোর কথা বলেছিলাম। আজ রেল ও মেট্রো সংযোগকে আরও পোক্ত করার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। হুগলি ও কলকাতার রেলওয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হচ্ছে। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন।’