কলকাতা: কয়লাপাচারকাণ্ডের তদন্তে নতুন মোড়। ভোট গণনার ঠিক আগের দিন এবার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, ডিরেক্টর অফ সিকিউরিটি জ্ঞানবন্ত সিংকে তলব করল সিবিআই। মঙ্গলবার তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
কয়লাপাচারের জাল কতদূর বিস্তৃত, তারই রহস্য উদ্ঘাটনে নেমেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের দাবি, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।
একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে।
সিবিআই সূত্রে দাবি, পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা, সে বিষয়ে জানতেই সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্তকে তলব করা হয়েছে।
আগে এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। ভোটের মুখে সেই পদ থেকে তাঁকে সরানো হয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর অফ সিকিওরিটি পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই পদে বসানো হয় জ্ঞানবন্ত সিংকে।
ভোটের ফল ঘোষণার আগের দিন, তাঁকেই কয়লা পাচারকাণ্ডের তদন্তে তলব করল সিবিআই। যদিও, এ বিষয়ে তিনি এখনও কোনও বিবৃতি দেননি।
এখানে বলে রাখা প্রয়োজন, এর আগে কয়লাপাচারকাণ্ডে একাধিক পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তলব করা হয়েছিল বাঁকুড়ার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে।
সিবিআইয়ের দাবি, কোটেশ্বর রাও গত ২ বছর ধরে ওই জেলার পুলিশ সুপার থাকাকালীন কয়লা পাচার রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিয়েই বাঁকুড়ার পুলিশ সুপারকে জিজ্ঞাসাবাদ করা হয়
তার আগে, পুরুলিয়ার রঘুনাথপুরের সেই SDPO, দুর্বার বন্দ্যোপাধ্যায় ও পুরুলিয়ার প্রাক্তন পুলিশ সুপার এস সেলভামুরুগানকেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
তারও আগে, বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করে ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, ইনস্পেক্টর র্যাঙ্কের এই অফিসার সম্পর্কে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রর আত্মীয়।
এর আগে ওই পুলিশ অফিসারকে গরু পাচারকাণ্ডেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি-র দাবি, এই পুলিশ অফিসারের যোগসাজশেই গরু ও কয়লা পাচারের টাকা পুলিশ ও প্রভাবশালীদের কাছে পৌঁছত।