সৌভিক মজুমদার, কলকাতা: ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। রাজ্য থেকে দেশ, ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতি মানুষকে সচেতন করতে কলকাতায় পদযাত্রা করল কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটি। কোভিড-বিধি মেনে না চললে বিপদ বাড়বে, সেই বার্তাই দেওয়া হল পদযাত্রা থেকে। নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার থেকে একাধিক চিকিৎসকরা অংশ নেন পদযাত্রায়।


ভোটমুখী বঙ্গে রাজনীতিকরা ব্যস্ত নির্বাচনী প্রচারে। রাজনৈতিক দলের সভায় ভিড় করছেন হাজার হাজার মানুষ। এই প্রেক্ষিতে সচেতন থাকার পরামর্শ দেন  চিকিৎসকরা। ডাঃ অভিজিৎ চৌধুরীর কথায়, ‘‘রাজনৈতিকরাও একটু সাবধানে থাকবেন। সামনে ভোট । কোভিড বিধি পালন করুন। নির্বাচনের সময় মিটিং মিছিল হবে কিন্তু সতর্ক থাকতে। ’’ পদযাত্রায় ছিলেন চিকিৎসক, অভিনেতা থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ। নাট্যবক্তিত্ব দেবশঙ্কর হালদার জানান, ‘‘মানুষকে মাস্ক পরতে হবে। কোভিড চলে গেছে ভেবে। এসব না ভুলে যায় মানুষ।’’


এদিকে, ঊর্ধবমুখী করোনা সংক্রমণের মাঝেই ভারতীয় বিজ্ঞানীদের গবেষণার রিপোর্ট উদ্বেগ আরও খানিকটা বাড়িয়ে দিল। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলিয়ান স্ট্রেনের পর এবার করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেনের খোঁজ মিলেছে। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের বিভিন্ন জিনগত পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ভারতীয় স্ট্রেনের খোঁজ পেয়েছে গবেষণা সংস্থা ইনসাকগ তথা INSACOG।


(আরও পড়ুন করোনার ভারতীয় স্ট্রেনের হদিশ, দোলের আগে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের )


এমনিতেই দেশে নতুন করে ফের থাবা বসাতে শুরু করেছে করোনা। রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬২জন। মৃত্যু হয়েছে দুইজনের। শুধুমাত্র কলকাতাতেই ১৫৬জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১০৪। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৩৪জন। 


 



 


এদিকে, বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২৬২। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয় কোভিড কেয়ার নেটওয়ার্ক সোসাইটি। সাধারণ মানুষকে সতর্ক করতে কলেজ স্ট্রিট থেকে রাণুছায়া মঞ্চ পর্যন্ত পদযাত্রা করেন সংগঠনের সদস্যরা। নিয়ম করে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ও নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলার প্রয়োজনীয় বিধিগুলো ফের একবার মনে করিয়ে দেওয়া হয় পদযাত্রা থেকে।