কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার পর এই প্রথম সাক্ষাৎ রাজীব-কুণালের। তাও ঘর-ওয়াপসির মরসুমে। তাহলে কি রাজীবও ফিরে আসছেন? এই প্রশ্নই উঠে আসছে বারবার। তবে এই সাক্ষাৎকার নাকি নিছকই সৌজন্য মূলক সাক্ষাৎকার বলেই দাবি করেছেন কুণাল ঘোষ। অন্যদিকে 'রাজনৈতিক কোনও আলোচনা হয়নি' রাজীবের। 


দলের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তখনই শুরু হয়েছিল জল্পনা, তাহলে কি পুরনো দলে ফিরতে চলেছেন তিনি? সেই জল্পনা কার্য বাড়িয়ে শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ কুণাল ঘোষের বাড়িতে পৌঁছে যান ডোমজুড়ের পরাজিত বিজেপি প্রার্থী। আর তাতেই তোলপাড় রাজনৈতিক মহল। 


যদিও এ দিন সাক্ষাৎ সেরে কুণাল ঘোষ জানিয়েছেন, 'রাজীব বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয় অসুস্থ। তাঁকে দেখতেই উত্তর কলকাতায় এসেছিলেন রাজীব। সেই সূত্রেই ফোন করে ঢুঁ মারেন। এটা নেহাতই সৌজন্য সাক্ষাৎকার।' অন্যদিকে রাজীব বন্দ্যোপাধ্যায়ও একই কথা জানিয়েছেন। বলেছেন, 'এদিকে এসেছিলাম, তাঁই দেখা করে গেলাম। কুণাল ঘোষ আর আমার বহু পুরনো দাদা-বন্ধুর সম্পর্ক। সেই সূত্রেই ফোন এবং আসা।' এদিন কোনও রাজনৈতিক আলোচনা হয়নি বলেও দাবি করেছেন রাজীব। তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের একের পর এক গতিবিধি জল্পনা বাড়িয়েছে।