প্রকাশ সিনহা, কলকাতা: ওটিপির পরিবর্তে এবার কিউআর কোড ব্যবহার করে সাইবার প্রতারণার অভিযোগ। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর পেনশন অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে।
পর্ণশ্রীর বাসিন্দা কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অবসরপ্রাপ্ত অফিসার মানস দাশগুপ্তর দাবি, লকডাউনের সময়ে কাজকর্মের অসুবিধায় পড়ায় চামড়ার ব্যাগ ও হস্তশিল্পের অনলাইন ডেলিভারি ব্যবসা শুরু করেন তিনি ও তাঁর ছেলে-বৌমা। এর জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন।
অভিযোগ, এর সূত্র ধরেই যোগাযোগ করে প্রতারকরা। তিনি বলেন, একদিন একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেখানে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর গানম্যান বলে পরিচয় দেয়।
বলা হয়, তাদের ৩০টি ব্যাগের অর্ডার দিতে চায় তারা। জিনিস পৌঁছবে দমদমের সেনা ক্যান্টিনে। এ-ও বলা হয়, সিনিয়র অফিসার ফোন করবেন।
আস্থা অর্জনের জন্য প্রতারকরা সেনাবাহিনীর পোশাক পরে হোয়াটসঅ্যাপে ভিডিও কলও করে বলে অভিযোগ।
পেমেন্টের প্রসঙ্গ উঠলে বলা হয়, হোয়াটসঅ্যাপে একটি কিউ আর কোড পাঠানো হচ্ছে, তাতে স্ক্যান করলে পেমেন্ট প্রক্রিয়া চালু হবে।
পাশাপাশি, প্রতারকা মানসবাবুকে জানান, তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিতে। কারণ, সেনা কোনও ব্যবসায়িক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে না।
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর অভিযোগ, প্রতারকদের পাঠানো কিউআর কোড স্ক্যান করা মাত্র তাঁর পেনশন অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৫-৬ হাজার টাকা।
তিনি প্রতারণার শিকার বুঝতে পেরেই, ব্যাঙ্কে ফোন করে যাবতীয় পেমেন্ট ব্লক করার নির্দেশ দেন মানসবাবু। একইসঙ্গে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
তাঁর দাবি, তারপরও বারবার বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে বিরক্ত করা হয়। এখনও ফোন আসছে বলে জানান তিনি।
গোটা বিষয়টি খতিয়ে দেখছে লালবাজার সাইবার সেল ও পর্ণশ্রী থানা। পুলিশের তরফে সকলের উদ্দেশে সতর্কবার্তা, যেখানে সেখানে কিউ আর কোড স্ক্যান করবেন না।