কলকাতা: আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। বীরভূম (Birbhum), নদিয়া (Nadia), দুই বর্ধমানে (Burdwan) ভারী বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast)। দুই মেদিনীপুর (Midnapur), ঝাড়গ্রামেও (Jhargram) ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস। তামিলনাড়ু থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তার জেরেই বৃষ্টির সম্ভাবনা। 



জগদ্ধাত্রী পুজোর দিনও বৃষ্টির ভ্রুকুটি ছিল। এদিন সকাল থেকেই কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের প্রভাবে তৈরি পূবালি বাতাস। তার জেরে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।


অন্যদিকে পাল্লা দিয়ে ফের চড়ছে পারদ। ৫ দিনে ৫ ডিগ্রি বেড়েছে কলকাতার তাপমাত্রা। ভ্যাপসা আবহাওয়ায় দমবন্ধ করা পরিস্থিতি। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পূবালি হাওয়ায় ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢোকায় রাজ্যে মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়। সোমবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।


ফের হাওয়া বদল। রাতারাতি গায়েব হয়েছে শীতের আমেজ। ১২ নভেম্বর কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি বেড়েছিল তাপমাত্রা। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আপাতত রাজ্যে উত্তুরে হাওয়া ঢোকায় বাধা হয়ে দাঁড়িয়েছে পূবালি বাতাস। তার দাপটে বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তৈরি হচ্ছে মেঘপুঞ্জ।


এর প্রভাবে গতকাল থেকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও হালকা বৃষ্টি হতে পারে। আজ বাড়তে পারে বৃষ্টি। সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।