কলকাতা: কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য সুখবর। ২০ নভেম্বর থেকে শনিবার ও রবিবারেও সাধারণ যাত্রীদের জন্য পাওয়া যাবে মেট্রো রেল পরিষেবা। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এই ঘোষণা করেছে। যাত্রীদের করোনাবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মেট্রো রেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ২০ নভেম্বর থেকে শনিবার সারাদিনে ২১৪টির বদলে চলবে ২০০টি মেট্রো। প্রথম ট্রেন ছাড়বে সকাল সাতটায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায়। সকালে ও সন্ধেবেলা যখন বেশি ভিড় থাকে, সেই সময় সাত মিনিট অন্তর পাওয়া যাবে ট্রেন। রবিবার মেট্রোর সময়সূচিতে কোনও বদল হচ্ছে না। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেল পরিষেবায় কোনও বদল হচ্ছে না।
২০ নভেম্বর থেকে শনি-রবিবার মেট্রো রেল চালু হলেও, যাত্রীদের জন্য আগের মতো টোকেন চালু হচ্ছে না। স্মার্ট কার্ড থাকলে তবেই মেট্রোয় ওঠা যাবে।
করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল মেট্রো পরিষেবা। তারপর পরিষেবা চালু হলেও, এখনও পর্যন্ত আগের অবস্থা ফেরেনি। তবে ধীরে ধীরে পরিষেবা স্বাভাবিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
কালীপুজোর মরশুমেও মেট্রোর সময় সূচিতে বদল আনা হয়েছিল। যাত্রীদের সুবিধার্থে কালীপুজোর রাতে বাড়ানো হয়েছিল মেট্রোর সংখ্যা। ফি বছর কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট মন্দির চত্বরে প্রচুর ভক্ত সমাগম হয়, ভিড়ও বাড়ে। করোনা আবহে সেই ভিড় সামাল দিতেই মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
স্কুল কলেজ শুরু হলে মেট্রোয় যাত্রী সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। কাজেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবং এই ব্যস্ত সময়ে যাতে পড়ুয়াদের কোনও সমস্যা না হয় তার জন্যই পরিষেবায় বদল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।