কলকাতা: শহরে উদ্ধার প্রায় সাড়ে ১৭ কোটি টাকার মাদক। এই ঘটনায় এক মহিলা-সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ২ জন মুর্শিদাবাদ, ২ মণিপুর ও একজন অসমের বাসিন্দা।
গোপন সূত্রে খবর, পেয়ে গতকাল কাশীপুর থানা এলাকায় অভিযান চালায় এসটিএফ। গ্রেফতার করে পাঁচ মাদক পাচারকারীকে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় হেরোইন ও ইয়াবা ট্যাবলেট।
আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য সাড়ে ১৭ কোটি টাকা। কোথা থেকে ওই মাদক আনা হয়েছিল, কোথায় তা পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখছে পুলিশ।
বিস্তারিত একটু পরেই...