অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : 'যেন আরও দুখ সহিতে, যেন আরও কষ্ট নিতে পারি, অতিমারী না হারি' করোনা সচেতনতা বৃদ্ধিতে এবার এই গান বাজবে বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। গতবছর থেকে পুজোর থিমে করোনা নিয়ে গান-কবিতা বাঁধার এক্সপেরিমেন্ট চলছেই। তবে এই গানে আছে বিশেষ চমক ! শ্রীলঙ্কার জনপ্রিয় গান "মানিকে মাগে হিথে" গানটি শুনেছেন নিশ্চয়ই !! ইন্টারনেটের সৌজন্যে শ্রীলঙ্কার গান এখন এই উপমহাদেশেও চূড়ান্ত জনপ্রিয়। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগাচ্ছেন পুজো উদ্যোক্তারা।
২০২০ সালে প্রথম প্রকাশিত হয় এই গান। গায়িকা সাথিশান রথনায়কা। পরে সিংহলী গায়িকা ইয়োহানি ডি সিলভা গানটির কভার করেন। তার পর নেটমাধ্যমে গানটি জনপ্রিয়তা পায় হু হু করে। ভাষা এই গানকে গণ্ডিতে আটকাতে পারেনি। ভারতেও ছোট থেকে বড় সবার মুখে "মানিকে মাগে হিথে"। এই গানের অনুপ্রেরণাতেই অর্জুনপুর আমরা সবাই ক্লাবের পুজোয় বাজবে আহীর মিউজিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীদের গাওয়া গানটি।
দক্ষিণ কলকাতার যাদবপুর তথা সুলেখার "আহির স্টুডিও" র কর্ণধার শ্রী সুমন সরকার জানান, গানটি গেয়েছেন শ্রুতি সাহা মিত্র, অঙ্কিতা ব্যানার্জী, অরিন সেনগুপ্ত, সুপর্ণ ভৌমিক।
(আরও পড়ুন-শ্রাবণসকালে বাতাসে আগমনী সুর তুললেন নন্দিনী, বুঝিয়ে বোঝালেন ঋতুকালে পূজার্চনায় বাধা নেই কেন)
এবার পুজোর নির্ঘণ্ট দেখুন একনজরে ।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার নির্ঘন্ট
ষষ্ঠী, ১১ অক্টোবর, সোমবার
সকাল ৬।২৩ মিনিট থেকে ৯।২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা
সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস
সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার
সকাল ৯।২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা
মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার
সকাল ৮।২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস
সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১।২৩ মিনিট, বলিদান রাত্রি ১১।৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২।১১ মিনিট
মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার
সকাল ৯।২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা,
দেবীর নবরাত্রি ব্রত সমাপন
দশমী, ১৫ অক্টোবর, শুক্রবার
সকাল ৮।২৯ মিনিট মধ্যে দশমী বিহিত পূজা, পূজা শেষে বির্জ্জন। অপরাজিতা পূজা