কলকাতা: একটা সময় ছিল, যখন কেউ ডাকতই না, পুজো করতে। 'মেয়েরা আবার পুজো করবে কি' এই ধারণাটা কাটতে লেগে গেছে বহু বহু বছর। আর এই সময়টা দাঁতে দাঁত চেপে নিজের বিশ্বাসে অটল থেকেছেন নন্দিনী ভৌমিক ও তাঁর সহযোগীরা। একটা বিয়ে দিয়ে আসন ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেছেন, পুরুষ পুরোহিত মশাই এসে আবার পুরো বিয়েটা দিলেন। এর থেকে বড় ধাক্কা কিছু হয় ? তবু টলে যাননি নন্দিনী। শুভম অস্তু নিজেদের বিশ্বাস, পড়াশোনায় অবিচল থেকে সমাজকে বোঝানোর চেষ্টা করে গেছে, মহিলাদের পুজোর্চনা করতে কোনও বাধাই নেই। ঠিক যেমনটা নেই ঋতুকালীন পরিস্থিতিতেও পুজো করার ক্ষেত্রে। এই বছর মা দুর্গার আবাহন করবেন তাঁরা। তারই শুভ সূচনা হয়ে গেল রবিবার রাখী পূর্ণিমায়। মা দুর্গার মুর্তিকে সামনে রেখে তাঁর আবাহন করলেন চার 'মা'। সেখানে ছিল রবীন্দ্রসঙ্গীত, চণ্ডীপাঠ থেকে মন্ত্রোচ্চারণ। ছিল যন্ত্রাণুসঙ্গও। সব মিলিয়ে মিনিট ৪৫ এর টানটান পুজো-অনুষ্ঠানে শ্রাবণ সকাল আকাশে বাতাসে ছড়িয়ে পড়ল দেবীর আগমন বার্তা। ঢাক বাজালেন মহিলারাই । মুগ্ধ চোখে দেখল শয়ে শয়ে মানুষ। পুজো উদ্যোক্তারা ছাড়াও হাজির ছিলেন অন্যান্য ক্লাবের পুজোর আয়োজকরাও। সকলেই বাহবা দিলেন এমন এক অভিনব উদ্যোগের।
Durga Puja 2021 Exclusive: শ্রাবণসকালে বাতাসে আগমনী সুর তুললেন নন্দিনী, বুঝিয়ে বোঝালেন ঋতুকালে পূজার্চনায় বাধা নেই কেন
নিবেদিতা বন্দ্যোপাধ্যায় | 23 Aug 2021 03:30 PM (IST)
এই মন্ত্র স্মরণ করলে আর অশুচি তো কিছুই থাকে না। তাই ঋতুকালে পুজো করতে অসুবিধা কি ? বললেন নন্দিনী
Durga Puja: শ্রাবণসকালে বাতাসে আগমনী সুর তুললেন নন্দিনী (Pic : Dipayan Saha ফেসবুক পেজ)
Published at: 23 Aug 2021 03:22 PM (IST)