করোনা আবহেও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখার ভিড় চোখে পড়ার মতো। সকলেই এখন শ্রীভূমির ‘বুর্জ খলিফা’ মুখী। এই পুজোর কর্ণধার রাজ্যের মন্ত্রী সুজিত বসু। এই মণ্ডপের আলোকসজ্জা নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। কলকাতা বিমানবন্দরের কাছে এই সর্বজনীন পুজোর মণ্ডপের আলোকসজ্জায় নাকি অসুবিধা হচ্ছে পাইলটদের । মঙ্গলবার সংবাদসংস্থা এএনআই বিমানবন্দর সূত্র উদ্ধৃত করে দাবি করে, তিন পৃথক ফ্লাইটের বিমান চালকরা অভিযোগ জানিয়েছেন কলকাতা এটিসি-র কাছে। 


যদিও, এ বিষয়ে দমকলমন্ত্রী সুজিত বসু সাফ জানিয়ে দেন,  এই ধরনের কোনও অভিযোগ তাঁর পুজোর বিরুদ্ধে নেই। এমনিতেই এই মণ্ডপে এত মানুষের ভিড় হচ্ছে যে,  আলোকসজ্জা কমানো হয়েছে। এএনআই আরও একটি ট্যুইট করে সুজিত বসুর বক্তব্য জানায়। 


পাশাপাশি স্থানীয় বিধাননগর পুলিশের দাবি, তাঁদের কাছেও সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ! বরং বিমানবন্দর সংলগ্ন অন্য পুজোর আলোকসজ্জা নিয়ে অভিযোগ জমা পড়েছে। 




শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবারও সোনার গয়নায় সাজানো হয়েছে মা-কে। প্রতিমা সেজেছে প্রায় ৪৫ কেজি সোনার গয়নায় ৷ যার বর্তমান বাজারদর প্রায় ২০ কোটি টাকা। কর্মকর্তারা জানান, এই গয়নার জন্য কোনও খরচই হয়নি ৷ গয়না দিয়েছে নামী একটি অলঙ্কার প্রস্তুতকারী সংস্থা। পুজোর পর সবই ফেরত নিয়ে যাবে তারা। শ্রীভূমি স্পোর্টিং-এর এবারের পুজোর গান গেয়েছেন অভিজিত্‍। সুর দিয়েছেন জিত্‍ গঙ্গোপাধ্যায়। কাচ এবং অ্যালুমিনিয়ামের প্লেটের সহযোগে করা হয়েছে এই মণ্ডপসজ্জা।



এই প্যান্ডেলের নির্মাণ প্রসঙ্গে পুজোর উদ্যোক্তা ও দমকল মন্ত্রী সুজিত বসু বলেছেন, দুবাইয়ে এত বড় একটা বিল্ডিং রয়েছে। আমার মনে হয়েছিল, এটা এখানে করা যায় কি না ! আমি প্রথমে এক্সপেরিমেন্ট করেছিলাম। পরে মনে হয়েছিল, এটা করা যেতে পারে। এই প্যান্ডেলটা যাঁরা বানিয়েছেন, তাঁদের পাঠিয়েছিলাম বুর্জ খলিফা দেখে আসতে। বলেছিলাম, গিয়ে দেখে আসতে। কারণ, দেখলে মানুষের একটা আইডিয়া হয়। ওঁরা এসে বলেছিলেন, এই এই জায়গাগুলি ঠিক করতে হবে। আমি বলেছিলাম, তা করুন। কিন্তু, যেটা করবেন পারফেকশন আনতে হবে।