অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : দিঘা, পুরী, দার্জিলিং। বাঙালির চিরকালীন পছন্দের তালিকায় থাকা সবচেয়ে ওপরের দিকের ভ্রমণ ডেস্টিনেশন এইগুলিই। কিন্তু করোনার আবহে সেই জায়গাগুলিও যেন যাওয়াই হয়ে উঠছে না। দীর্ঘদিন বেড়াতে যাওয়া হয় না ভ্রমণ-পিপাসু বাঙালির। সমুদ্র-পাহাড় সব থেকেই কার্যত মুখ ফিরিয়ে রাখতে হয়েছে। এই পরিস্থিতিতে হাতের নাগালে একটু পাহাড়ের অনুভব পেলে কেমন হয় ? দার্জিলিং এ ঘুরতে যাওয়ার ইচ্ছে পূরণ হবে এবছর কবিরাজ বাগানের মণ্ডপ দেখতে এলে। দার্জিলিং এ যা কিছু থাকে, সেই সমস্ত কিছুরই অনুভব পাওয়া যাবে এখানে এলে। 


এই দার্জিলিং এর মণ্ডপে খাদের ধারের রেলিং থেকে শুরু করে টয়ট্রেন, এছাড়াও সবুজ পাহাড় ও তার মধ্যে বরফের ছোঁয়া থাকছে। আর উপরি পাওনা হিসেবে থাকছে দার্জিলিং এর আবহাওয়া।


আরও পড়ুন ; বোসপুকুর শীতলা মন্দিরের পুজো মণ্ডপে সামাজিক বার্তা, থিম 'টান'


পুজো কমিটির তরফে বলা হয়েছে,  ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজ যেতে পারছে না। যাঁরা পুজোয় ঘুরতে যেতে ভালবাসেন, বিশেষ করে দার্জিলিঙে ঘুরতে যেতে চান, তাঁদের জন্য পাড়ায় দার্জিলিং করা হয়েছে। এখানে এসে বরফ-ঠান্ডা-ঝরনা পাবেন। দার্জিলিঙে যা যা থাকে, এখানে এলে তার পুরোটাই অনুভব করতে পারবেন। 


ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে কবিরাজ বাগানের মণ্ডপের পুজোও। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।