অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ২০২১ সালে ৮৮ তম বর্ষে পদার্পণ করল গৌরিবেড়িয়া সর্বজনীন। এবছর সেখানে পুজোর থিম 'সর্বজয়া'। গোটা মণ্ডপ বলবে সর্বজয়ার গল্প। সমস্ত বাধা-বিঘ্ন অতিক্রম করে নিজেদের জীবন অতিবাহিত করেন যাঁরা, নিজেদের জীবনযাত্রাকে অক্ষুণ্ণ রাখেন যাঁরা, তাঁরা প্রত্যেকেই 'সর্বজয়া'। এই বছর গৌরিবেড়িয়া সর্বজনীন শোনাবে সেই 'সর্বজয়া'-এর গল্পই।
গোটা মণ্ডপ জুড়ে তৈরি করা হয়েছে আটটি স্তম্ভ। একেকটা স্তম্ভ সমাজের এক একটা পেশার প্রতীক। আছে তাঁতি, কুমোর, চাষি সহ একাধিক পেশার মানুষের আদলে তৈরি হচ্ছে স্তম্ভ। শিল্পীর কথায়, 'একটা বিপদ অর্থে বজ্রপাত এবং একটা আক্ষরিক অর্থে বজ্রপাত, এই দুইয়ের সঙ্গেই যাঁরা প্রতিনিয়ত লড়াই করছেন, মূলত তাঁদেরকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখানে।'
গৌরিবেড়িয়া সর্বজনীনের এক উদ্যোক্তার কথায়, 'এই বজ্রপাতকে দেখানোর জন্য আমরা একটা চরিত্রকে সামনে রেখেছি। এই চরিত্রের নাম হল সর্বজয়া। বিপদের মুখে পড়ে সর্বজয়া সর্বহারা হয়েছে। সেই সর্বহারা অবস্থা থেকে সে ফের কীভাবে সর্বজয়া হল, সেই গল্পটিই আমাদের এই মণ্ডপে থাকবে।'
পুজোর আবহে জীবনকে নতুন করে আঁকড়ে ধরতে, জীবনে অভিনন্দিত করতেই শেখাতে চাইছে গৌরিবেড়িয়া সর্বজনীন।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।
আরও পড়ুন: Durga Puja 2021 Exclusive: পাড়ার পুজোয় 'এ আমার গুরুদক্ষিণা' গানটা মাস্ট ছিল: শিবাশিস বন্দ্যোপাধ্যায়