সঞ্চয়ন মিত্র, কলকাতা: পুটিয়ারি ক্লাবের পুজো এবছর পদার্পণ করল ৭৪ তম বছরে। তাদের এবছরের থিমের নাম 'অগ্রজ'। হঠাৎ শুনলে মনে হতে পারে, পরিবারের অগ্রজের কথা বলা হচ্ছে। কিন্তু তা আসলে নয়। শিল্পী প্রীতম দত্তের ভাবনা খানিক আলাদা। তাঁর বক্তব্য, 'মানব সভ্যতা, সংস্কৃতি সবকিছুই যাঁদের থেকে শুরু, আদিবাসী বা আদিম যাঁদের আমরা বলি, তাঁদের কাজ, শিল্পকলা, ভাবনা চিন্তা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এই মণ্ডপের মধ্যে দিয়ে।' তিনি আরও জানান, তাঁদের মণ্ডপ তৈরির একাধিক কর্মচারীই সুন্দরবন বা বীরভূমের প্রত্যন্ত এলাকা থেকে এসেছেন। ফলে এবারে তাঁদের মণ্ডপে ওই সকল শিল্পীদের কাজের ছোঁয়া মিলবে।
মণ্ডপজুড়ে ফুটে উঠছে প্রাচীনকালের সমাজব্যবস্থা। যে ধরনের ঘরবাড়িতে তাঁরা থাকতেন সেভাবেই সেজে উঠছে মণ্ডপ। প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হচ্ছে প্রতিমা ও তাঁর চালচিত্র। শিল্পী ও পুজো উদ্যোক্তাদের আশা, এই সমস্ত কিছু মিলিয়ে এক নতুন ধরনের আবহ তৈরি হবে পুটিয়ারি ক্লাবের পুজো মণ্ডপে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।
আরও পড়ুন: Durga Puja 2021 : কন্যাসন্তান চেয়ে শুরু পুরুলিয়ার আড়রার মিশ্র পরিবারের দুর্গাপুজো
আরও পড়ুন: Durga Puja 2021: বীরভূমের খয়রাশোলের পাথরকুচি গ্ৰামের আকর্ষণ ‘সাত মা’-র পুজো