সঞ্চয়ন মিত্র, কলকাতা: এ বছর ৯০-এ পা দিল শোভাবাজার বটতলা সর্বজনীনের পুজো। তাদের মণ্ডপে এবার ধরা দিচ্ছে একটুকরো প্রকৃতি। দুই শিল্পী, ইন্দ্রজিৎ ও দেবব্রত, তাঁদের হাতেই ধীরে ধীরে সেজে উঠছে গোটা মণ্ডপ। পুরো প্যান্ডেলজুড়ে থাকবে একাধিক রঙের ব্যবহার।


হারিয়ে যাওয়া গন্দ শিল্প ধরা দিচ্ছে শোভাবাজার বটতলা সর্বজনীনের মণ্ডপে। খড় দিয়ে বাঁধা, প্রকৃতির সঙ্গে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ধরনের মোটিফ, এভাবেই সেজে উঠছে মণ্ডপ। 


শিল্পীর কথায়, 'প্রকৃতি তো পরমসুন্দর। প্রকৃতিকে ছাড়া তো কিছুই ভাবা যায় না। কিন্তু বর্তমানে যেভাবে প্রকৃতির ক্ষতি হচ্ছে তাতে গোটা পরিবেশেরই ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই ভারসাম্য বজায় রাখতে আমাদের প্রত্যেককে প্রত্যেকের পাশে থেকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা এই মণ্ডপটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করেছি। যেখানে সকলে সকলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে বসবাস করছে। বার্তা দিতে চাইছি যে আমারাই আমাদের রক্ষা করতে পারি।'


লোকশিল্পের সঙ্গে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান যেমন গাছ, পাখি, পশু সব নিয়েই সেজে উঠছে মণ্ডপ। এখানে এলেই মনে হবে একটুকরো প্রকৃতি যেন ধরা দিচ্ছে। 


গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।


আরও পড়ুন: Durga Puja Preparation: মণ্ডপজুড়ে আয়নার ব্যবহার, সেজে উঠছে লালাবাগান নবাঙ্কুর