সঞ্চয়ন মিত্র, কলকাতা:  লালাবাগান নবাঙ্কুরের পুজোর এবারের থিম 'দর্পণ'। এই থিম তুলে ধরছেন শিল্পী প্রশান্ত পাল। প্রত্যেক পুজোর ক্ষেত্রেই বিসর্জনের সময় দেব-দেবীর মুখ দেখা হয়। দর্পণে মানুষের রূপের পরিবর্তন হলেও দেবীর রূপের কোনওদিন পরিবর্তন হয় না। মায়ের রূপ একই থাকে। গোটা মণ্ডপজুড়ে হাজার হাজার আয়নার ব্যবহার থাকবে।


মণ্ডপ প্রাঙ্গনে গেলে দেখা যাবে দারুণ শিল্পকলার নিদর্শন। যা কিনা আমাদের ছোটবেলার খেলার উপকরণ ছিল। সেই বিষয়টাই এবার তুলে ধরছেন শিল্পী প্রশান্ত পাল। প্রশান্ত পাল বলেন, "দর্পণ এমন একটা ঐতিহ্যের অংশ, যা আমরা সঠিকভাবে উপলব্ধি করি না বা জানি না। প্রতিটা পুজোতে দেব-দেবীর মুখ বা চরণ দেখি দর্পণে। দর্পণে দেখলে আমাদের মনে যত দুঃখ, বেদনা থাকে, তা মুছে যায়।  মানুষের রূপ পরিবর্তন হয়। কিন্তু মায়ের রূপ কখনও পরিবর্তন হয় না। সব সময়ই এক থাকে।'' গোটা মণ্ডপজুড়ে থাকবে হাজার হাজার দর্পণের ব্যবহার রয়েছে।  প্রত্যেকের কাছে সেই বার্তা নিয়ে আসবে দর্পণ, যাতে আগামীদিন যেন আরও ভাল। এই দুর্যোগের দিন যেন দ্রুত কেটে যায়, তেমনই দর্পণের কাছে থাকবে আর্জি।


আরও পড়ুন: Durga Puja Preparation: গ্রামবাংলার 'দুর্গাতলা'-এর আদলে সেজে উঠছে হরিদেবপুরের বিবেকানন্দ স্পোর্টিংয়ের মণ্ডপ


আরও পড়ুন: Durga Puja 2021: পাহাড়ের গুহায় পূজিত হন লালজলের 'দেবীদুর্গা', রোমহর্ষক সেই উৎসবের প্রাচীন কাহিনি


ঢাকে কাঠি পড়ল বলে। শুরু হয়ে গিয়েছে পুজোর শেষ মুহূর্তের কাউন্টডাউন। সময় যত এগিয়ে আসছে ততই তুঙ্গে উঠছে কলকাতার বিভিন্ন মণ্ডপগুলির প্রস্তুতি। সেই তালিকায় রয়েছে লালাবাগান নবাঙ্কুর। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, এই বছর ষষ্ঠী ১১ অক্টোবর, সোমবার সকাল ৬.২৩ মিনিট থেকে ৯.২৬ মিনিট মধ্যে ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। সপ্তমী, ১২ অক্টোবর, মঙ্গলবার সকাল ৯.২৬ মিনিট মধ্যে সপ্তম্যাদিকল্পারম্ভ,নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, সপ্তমী বিহিত পূজা। মহাষ্টমী, ১৩ অক্টোবর, বুধবার সকাল ৮.২৮ মিনিট মধ্যে মহাষ্টম্যাদিকল্পারম্ভ, মহাষ্টমী বিহিত পূজা, বীরাষ্টমী ব্রত, মহাষ্টমীর ব্রতোপবাস সন্ধিপূজা আরম্ভ রাত্রি ১১.২৩ মিনিট, বলিদান রাত্রি ১১.৪৭ মিনিট, সমাপন রাত্রি ১২.১১ মিনিট। মহানবমী, ১৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ৯.২৬ মধ্যে মহানবম্যাদিকল্পারম্ভ, মহানবমী বিহিত পূজা, দেবীর নবরাত্রি ব্রত সমাপন হবে।


আরও পড়ুন: Durga Puja Preparation: বাধা বিপত্তি কাটিয়ে সর্বহারা থেকে 'সর্বজয়া' হয়ে ওঠার গল্প বলবে গৌরিবেড়িয়া সর্বজনীন