পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: পুলিশ দিবসে কলকাতায় আটক ভুয়ো পুলিশ। অভিযোগ, বাইকে পুলিশের স্টিকার ও কলকাতা পুলিশের লোগো লাগিয়ে গতকাল গার্ডেনরিচ থানা এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন এক যুবক। সন্দেহ হওয়ায় বাইক থামিয়ে যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন মেটিয়াবুরুজ ট্রাফিক গার্ডের কর্মীরা। পরিচয়পত্র দেখাতে পারেননি ওই যুবক। পরে তাঁকে আটক করে গার্ডেনরিচ থানার পুলিশ। ধৃত জিয়াউল হক গার্ডেনরিচেরই বাসিন্দা। পুলিশ পরিচয়ে ওই যুবক কোনও প্রতারণা করেছেন কি না খতিয়ে দেখা হচ্ছে। 


">


এর আগে গত ২৬ অগাস্ট আরও এক ভুয়ো পুলিশকে আটক করা হয়েছিল। দুর্ঘটনার কবলে পরে পুলিশের ভুয়ো স্টিকার লাগানো একটি গাড়িটি। গাড়ির মালিক সিভিক ভলান্টিয়ার ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাঁশদ্রোণীর কালীবাড়ি ব্রিজের কাছে পরপর দুটি গাড়িতে ধাক্কা মারে গাড়িটি। এর পরই জানা যায় গাড়িটি ভাড়া খাটছিল।


গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে, ব্যবহার হচ্ছিল যাত্রী পরিবহণে। দুর্ঘটনার কবলে পড়তেই  জালিয়াতির পর্দাফাঁস। এবার কলকাতায় ভুয়ো পুলিশের গাড়ির হদিশ মিলল। বুধবার সকালে তখন গমগম করছে বাঁশদ্রোণীর কালীবাড়ি ব্রিজ এলাকা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের স্টিকার লাগানো বেপরোয়া গাড়ি, পরপর দুটি গাড়িতে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে, মন্দিরে ঢুকে পড়ে। গুরুতর জখম হন এক ভ্যানচালক।


কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) রশিদ মুনির খান জানিয়েছেন, এই গাড়িতে যাত্রী তোলা হত, দু-জনকে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার সৌমেন মিত্রের কথায়, এটি ভুয়ো পুলিশ স্টিকার লাগানো গাড়ি, এই ঘটনার পর সর্বত্র নজরদারি বাড়াব, সেই নির্দেশ দিয়েছি, এখানে সিসিটিভ বসানো হবে। ধৃতদের বিরুদ্ধে ৪২০ এবং ৪৯০ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।


আরও পড়ুন: Malda: মালদায় প্রকট তৃণমূলের গোষ্ঠীকোন্দল, বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দলেরই ২ অপসারিত নেতানত্রীর


আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী সন্ত্রাসে চাপড়ায় বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আদালতে আত্মসমর্পণ ২ অভিযুক্তের