পার্থপ্রতিম ঘোষ: তিলজলার রবার কারখানায় আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।


ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমদিকে অসুবিধেয় পড়তে হয় দমকলকে। পাশের বহুতল থেকে কাজ করে দমকল। আগুন আপাতত নিয়ন্ত্রণে আসা স্বস্তি। পকেট ফায়ার আছে কি না, তা নিশ্চিত করছে দমকল বাহিনী। 


কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। 


সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন...সকালবেলা, কারখানায় একে একে হাজির হচ্ছিলেন কর্মীরা। সেই সময়েই বিধ্বংসী আগুন লাগে। তিলজলার কুষ্টিয়া রোডে ভস্মীভূত রবার কারখানার একাংশ। 


বাসিন্দাদের দাবি, আগুন লাগে, সকাল সাড়ে ৮টা নাগাদ। কারখানার ছাদে মজুত ছিল প্রচুর রবার। 


তা থেকে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে লেলিহান শিখা। কালো ধোয়ায় ঢেকে যায় চারপাশ। ঘিঞ্জি এলাকা হওয়ায়, আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পাশেই স্কুল থাকায় হুড়োহুড়ি পড়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কিন্তু, ঘিঞ্জি এলাকা হওয়ায়, সমস্যায় পড়তে হয় দমকলকে। পার্শ্ববর্তী বাড়ির ছাদে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু, কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।