কলকাতা: দীর্ঘ রাজনৈতিক জীবনে এত বড় জনসভা দেখেননি। রবিবার ব্রিগেডের মঞ্চে উঠে এমনটাই মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ব্রিগেডের সমাবেশ থেকে বাংলায় ‘আসল পরিবর্তন’-এর ডাক নমোর ৷ ব্রিগেডে এদিন মোদি বলেন, ‘‘বিজেপি যে সরকার গড়বে সেখানে বাংলার মানুষের উন্নয়নই শেষ কথা হবে। বিজেপি সরকারের প্রেরণা হবে ‘আসল পরিবর্তন’-এর মন্ত্র। আসল পরিবর্তন মানে যুবকদের কর্মসংস্থান। আসল পরিবর্তন মানে মানুষ পালাবে না এখান থেকে। আসল পরিবর্তন মানে একবিংশ শতকে আধুনিক পরিকাঠামো। আসল পরিবর্তন মানে গরিব মানুষেরও সার্বিক উন্নতি। আসল পরিবর্তন মানে সব ক্ষেত্রের মানুষের সমান যোগদান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহল সবপক্ষের উপরই সমান নজর থাকবে।’’
তিনি আরও বলেন, আজ আমাদের মাঝে বাংলার ছেলে মিঠুনদা রয়েছেন। তাঁর লড়াই সবার কাছে দৃষ্টান্ত। অনেকের মতে আজই ২ মে চলে এসেছে। সোনার বাংলার সংকল্প নিশ্চয় পূরণ হবে। আসল পরিবর্তনের জন্য মানুষ আজ ব্রিগেডে এসেছেন। এই ব্রিগেড থেকে আমি আসল পরিবর্তনে প্রতিশ্রুতি দিচ্ছি। বাংলার পুনর্নির্মাণ,সংস্কৃতির রক্ষা, শিল্প তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি।বাংলার মানুষের উন্নতির জন্য ২৪ ঘণ্টা কাজ করব। প্রতি মুহূর্তে আপনাদের জন্য বাঁচব, আপনাদের সেবা করব। প্রতি মুহূর্তে কাজের মধ্যে দিয়ে আপনাদের মন জিতব।’’
আরও পড়ুন-BJP Brigade Rally LIVE: ব্রিগেডের সমাবেশ থেকে বাংলায় ‘আসল পরিবর্তনে’র ডাক মোদির
নরেন্দ্র মোদি বলেন, আগামী ৫ বছরে বাংলায় যে বিকাশ ঘটবে, তাতে পরবর্তী ২৫ বছরের ভিত তৈরি হবে। বাংলার উন্নয়নের কথা ভেবে ভোট দিন। ২০৪৭ সালে স্বাধীনতার ১০০তম পূর্তিতে বাংলা ফের দেশের মধ্যে শীর্ষস্থান দখল করবে। মাছ হোক বা ভাত, বন্দর হোক বা বাণিজ্য, বাংলার মাটিতে সবকিছু রয়েছে। সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। আমাদের এনডিএ সরকার সেই লক্ষ্য নিয়েই এগোবে। কলকাতা সিটি অব জয়। কলকাতার কাছে সমৃদ্ধশালী অতীত এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ রয়েছে। কলকাতার সংস্কৃতিকে সুরক্ষিত রেখে তাকে ভবিষ্যতের শহর বানানোর সামনে কোনও প্রতিবন্ধকতা নেই ৷