কলকাতা: প্রতারণার অভিযোগে তিলজলায় বেআইনি কল সেন্টারে হানা দিয়ে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে ল্যাপটপ, সিপিইউ, হার্ড ডিস্ক, ওয়াইফাই রাউটার-সহ আরও কিছু সরঞ্জাম ও নথি। প্রতারণা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। 


তৈরি করা হয়েছিল বেআইনি কল সেন্টার। টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে সেখান থেকে বিদেশিদের প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ। এই অভিযোগ পেয়ে বুধবার গভীররাতে তিলজলার চৌবাগা রোডের ওই কল সেন্টারে হানা দিয়ে ১২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। 


পুলিশ সূত্রে খব, উদ্ধার হয়েছে ল্যাপটপ, সিপিইউ, তিনটি হার্ড ডিস্ক, দুটো ওয়াইফাই রাউটার। পুলিশ সূত্রে খবর, ধৃতেরা সবা কলকাতার বাসিন্দা। প্রতারণা ছাড়াও তথ্য প্রযুক্তি আইনে ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।