ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সকাল সকাল গেরস্থ বাড়িতে চুরি গড়িয়ার আতাবাগানে! প্রভাতী চায়ের টানে গৃহকর্ত্রী দোতলায় যেতেই, একতলা থেকে হাপিশ তিনটি মোবাইল। সঙ্গে উধাও পার্স। রাতে গেট ভেঙে মিষ্টির দোকানে চুরি উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে। দুটি ঘটনাই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। তদন্ত চালাচ্ছে পুলিশ।
সকাল সকাল গেরস্থ বাড়িতে ঢুকে জিনিস হাতিয়ে পালাচ্ছে এক মহিলা ও এক কিশোর। অন্যদিকে, রাতে মিষ্টির দোকানে ঢুকে ক্যাশবাক্স ভাঙছে এক দুষ্কৃতী। উত্তর এবং দক্ষিণ, কলকাতার দুইপ্রান্তে ধরা পড়ল চুরির দুই ছবি। গড়িয়ার আতাবাগানের বাসিন্দা সঙ্গীতা অধিকারী। শুক্রবার সকাল ৮টা নাগাদ বাড়ির দোতলায় চা খেতে যান। আর সেই সুযোগে ঘরে ঢুকে পড়ে আগন্তুক! বৈঠকখানার ভেজানো দরজার পাল্লা সরিয়ে প্রথমে ঘরের ভিতরে উঁকি দেন এক মহিলা।
ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে যান তিনি ৷ কিন্তু পরক্ষণেই পিছিয়ে আসেন ৷ এর কিছুক্ষণের মধ্যেই বৈঠকখানার দরজা দিয়ে ঘরে ঢোকে এক কিশোর। তার সঙ্গে ফের ঘরে ঢোকেন ওই মহিলা
দুজন মিলে ঘরের দুই জায়গা থেকে কয়েকটা জিনিস নিয়ে চম্পট দেন ৷ ঘরের সিসিটিভি-তে চুরির এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগকারী সঙ্গীতা অধিকারী জানান, ‘‘আমার মোবাইল ছিল। স্বামীর মোবাইল ছিল দুটো চার্জে বসানো। আমার পার্সও দেখতে পেলাম না...৷’’
দক্ষিণে যখন দিবালোকে দস্যুবৃত্তি, তখন উত্তরে ধরা পড়েছে নৈশালোকে চৌর্যবৃত্তির ছবি। উল্টোডাঙার তেলেঙ্গাবাগানে একটি মিষ্টির দোকানে গভীর রাতে হানা দেয় এক দুষ্কৃতী। মেনগেটের তালা ভেঙে ভিতরে ঢোকে সে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জ্যাকেট পরা এক ব্যক্তি দোকানে ঢুকে প্রথমে ক্যাশবাক্সটি দেখে নেয় ৷
তারপর হাতের শাবলটি পাশে নামিয়ে রাখে সে ৷ মোবাইল ফোনের আলো জ্বালিয়ে রেইকি করে নেয় পুরো দোকান ৷
তারপর চলতে তাকে অপারেশন ৷ মিষ্টির দোকানের মালিক অশোক মারিক বলেন, ‘‘গেট ভেঙে ঢুকেছে। ক্যাশবাক্স ভেঙে টাকা লুঠ করেছে। কিছু টাকা চুরি হয়েছে ৷’’
উল্টোডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে। উত্তর ও দক্ষিণ, দুটি চুরির ঘটনাতেই অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।